সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় ব্যাপক বৃষ্টির জের৷ আপাতত স্থগিত অমরনাথ যাত্রা৷ সেনার তরফ থেকে পুণ্যার্থীদের বালতালে অস্থায়ী তাঁবুতে থাকার নির্দেশ জারি করা হয়েছে৷ তাঁবুগুলির ওপর চলছে কড়া নজরদারি৷
#Visuals from Baltal after #AmarnathYatra was stalled due to heavy rainfall. #JammuAndKashmir pic.twitter.com/2GiTFIkXvP
— ANI (@ANI) June 28, 2018
চলতি বছর পুণ্যার্থীর সংখ্যা দুই লক্ষ৷ আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে বুধবারই পুণ্যার্থীর প্রথম দল অমরনাথ যাত্রা শুরু করে৷ দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও ও মধ্য কাশ্মীরের বালতাল থেকে যাত্রা শুরু করেন অন্তত দুহাজার পুণ্যার্থী৷ কিন্তু রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমরনাথ যাত্রীরা৷ বৃষ্টির জেরে রাস্তায় বিপদের আশঙ্কা করা হয়েছে৷ তাই আপাতত অমরনাথ যাত্রীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ বালতালে অস্থায়ী তাঁবুতে রয়েছেন পুণ্যার্থীরা৷ তাঁবুগুলিতে কঠোর নজরদারি চালাচ্ছে সেনা৷ যোগাযোগ রাখা হচ্ছে আবহাওয়া দপ্তরের সঙ্গেও৷ খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা সেনার৷
Baltal: #AmarnathYatra stalled due to heavy rain; Ganderbal Dy Commissioner, says, ‘we are in constant touch with IMD & closely monitoring situation.’ Pilgrims say, ‘Hopeful that we’ll soon get the permission to resume yatra’. #JammuAndKashmir (original tweet will be deleted) https://t.co/APpsg9sIL4
— ANI (@ANI) June 28, 2018
প্রসঙ্গত, গত বছর অমরনাথ যাত্রীদের বাসের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ তাতে ন’জনের মৃত্যু হয়৷ চলতি বছর উপত্যকার পরিস্থিতি আরও জটিল৷ পিডিপি-বিজেপি বিচ্ছেদের পর থেকে জারি হয়েছে রাজ্যপাল শাসন৷ তার সঙ্গে একের পর এক সংঘর্ষবিরতি লঙ্ঘন, সেনা জওয়ানের অপহরণ সঙ্গে রয়েছে হিজবুল জঙ্গিদের অডিও বার্তা প্রকাশের মতো ঘটনা৷ চাপা উত্তেজনা জারি রয়েছে জম্মু-কাশ্মীরে৷ সব মিলিয়ে উদ্বিগ্ন প্রশাসন৷ অমরনাথ যাত্রীদের সুরক্ষায় তাই চলতি বছর অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ প্রতিটি চেক পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি চালানো হচ্ছে৷ সাহায্য নেওয়া হচ্ছে সবচেয়ে উন্নত প্রযুক্তির৷ এবার ব্যবহার করা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি৷ যার মাধ্যমে অমরনাথ যাত্রায় ব্যবহার করা প্রতিটি যানবাহনকে ট্র্যাক করা সম্ভব৷ এছাড়া, প্রয়োজনে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে বাইক অ্যাম্বুল্যান্স৷ বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.