Advertisement
Advertisement

Breaking News

করোনা আতঙ্ক

চিন্তায় চিকিৎসার মান! করোনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১।

Heath minister and PM will held a meting on CoronaVirus
Published by: Sucheta Chakrabarty
  • Posted:March 7, 2020 11:21 am
  • Updated:March 7, 2020 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে দেশবাসীকে সচেতন করতে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে ক্রমশ করোনা আতঙ্ক বেড়ে যাওয়ায় আজই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন(Harsh Vardhan)। ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, করোনার আক্রমণ(Coronavirus Outbreak) নিয়ে সচেতন করতে প্রধানমন্ত্রী হোলির অনুষ্ঠান বাতিল করেছেন। আমজনতার সচেতনতায় তাদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন। তাই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নবেল করোনা ভাইরাস নিয়ে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। স্বাস্থ্যমন্ত্রীর মতে, “প্রতি বছরই একটি নতুন কিছুর সঙ্গে লড়াই করতে হয় ভারতীয়দের। সবাইকে একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। করোনা ভাইরাসের এই আতঙ্ককেও একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে নানা গুজব ছড়িয়েছে। সেই সকল গুজবকে উপেক্ষা করে দেশবাসীর কাছে আমার পরামর্শ আপনারা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের থেকে সরাসরি পরামর্শ নিন, কিন্তু গুজবে কান দেবেন না। প্রধানমন্ত্রী এই মারণ ভাইরাস নিয়ে খুবই চিন্তিত। তাই আজকের বৈঠকে ভাইরাস মোকাবিলায় কী পদক্ষেপ করা হয়েছে এবং হাসপাতালে ‘চিকিৎসার মান’ ঠিক কতটা বজায় রাখা হচ্ছে সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে জানানো হবে।” সংসদে করোনা ভাইরাস রুখতে কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন,”করোনার প্রকোপ থেকে দেশ তথা নাগরিকদের রক্ষা করতে মন্ত্রক বদ্ধপরিকর। দেশবাসীকে সচেতন করতেও উদ্যোগ নিয়েছে আমার মন্ত্রক। আমি চাই দল-মত নির্বিশেষে এই সঙ্কটের সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করা হোক”। এরই মধ্যে জম্মু-কাশ্মীরে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে তাদের পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে স্থানীয় প্রশাসন।প্রাথমিক সতর্কতা হিসাবে জম্মু ও সাম্বা জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন:শপিং মলের ট্রায়াল রুমে উঁকি, মহিলাদের পোশাক বদলের দৃশ্য দেখার চেষ্টা যুবকের]

ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আগত যাত্রীদের দেশে ঢোকার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ভারত। চিন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিতে যেতে নিষেধ করা হয়েছে সমস্ত ভারতীয়কে। আক্রান্ত দেশগুলিতে বিশেষ প্রয়োজন ছাড়া যেতে বারণ করা হয়েছে সরকারের তরফে। এখনও চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ৬০টি দেশে, এবং ৯০,০০০ মানুষ আক্রান্ত হয়েছেন। ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। ফলে দেশের ২১টি বড় শহরে কড়া নজরদারি শুরু করা হয়েছে, সমস্ত বিমানবন্দরেও চলছে পরীক্ষা নিরীক্ষা। গত দুমাসে এখনও পর্যন্ত দেশের বিমানবন্দরগুলিতে ৬ লক্ষ মানুষের করোনা ভাইরাসের প্রাথমিক পরীক্ষা করা হয়েছে।

[আরও পড়ুন:ইয়েস ব্যাংকের কর্ণধারের বাড়িতে ইডির হানা! জারি লুক আউট নোটিসও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement