ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু গরম বললে ভুল বলা হবে, গোটা উত্তর ভারত যেন উনুনে বসানো তপ্ত কড়াই! আর সেই কড়াইয়ে কার্যত ভাজা ভাজা অবস্থা দেশবাসীর। এহেন পরিস্থিতির মাঝেই দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি। সেখানকার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে। শুধু তাই নয়, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে। ‘অগ্নিদৌড়ে’ খুব একটা পিছিয়ে নেই বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও। রিপোর্ট বলছে, গত কয়েকদিনে শুধুমাত্র রাজস্থানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। পরিস্থিতি এতটাই গুরুতর যে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে সরকার।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিল্লির তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫২.৩ ডিগ্রিতে। এখনও পর্যন্ত যা সর্বকালীন রেকর্ড বলে জানা যাচ্ছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থানের ফলোদি। সেখানকার তাপমাত্রা ৫১ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। রিপোর্ট অনুযায়ী, রাজস্থানের (Rajasthan) চুরু শহরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াসে। হরিয়ানার (Haryana) সিরসা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৩ ডিগ্রি। মধ্যপ্রদেশের ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯ ডিগ্রি। রিপোর্ট বলছে, রাজস্থানের বেশিরভাগ শহরের তাপমাত্রা এখন ৪৯ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পিছিয়ে নেই বিহারও (Bihar)। এই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঔরঙ্গাবাদে। সেখানকার তাপমাত্রা ৪৭.৭ ডিগ্রি। তবে গুরুতর এই অবস্থা থেকে এখনই রেহাই মেলার কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করা হচ্ছে। আগামী কয়েকদিনে এই সব রাজ্যগুলিতে গরম আরও বাড়তে পারে।
এদিকে, তীব্র গরমের জেরে দেশের নানা জায়গা থেকে আসছে হিটস্ট্রোকে (Heat Stroke) মৃত্যুর খবর। রিপোর্ট বলছে, শুধুমাত্র রাজস্থানে গত কয়েকদিনে ২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই গরমেও স্কুল চালু থাকায় বুধবার বিহারের বেগুসরাইয়ে স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ১৮ জন পড়ুয়া। ক্লাস চলাকালীন অজ্ঞান হয়ে যায় তারা। তড়িঘড়ি তাদের ভর্তি করা হয় হাসপাতালে।
এদিকে ভয়ংকর গরমের জেরে আগামী সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। দিনের বেলা সকাল ১০টার পর থেকে বিকেল ৪টের আগে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ গরমের রেকর্ড ছিল রাজস্থানের ফলোদিতে। ২০১৬ সালের ১৯ মে ৫১ ডিগ্রি ছুঁয়েছিল রাজস্থানের ফলোদির তাপমাত্রা। এবার সেই রেকর্ড ভেঙে ফেলল দিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.