Advertisement
Advertisement

গরমের আঁচে পুড়ছে দেশ, পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

এখনও অবধি দেশে তাপপ্রবাহের বলি ২।

Heat kills two in all over India, many states on high alert
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 4:57 am
  • Updated:December 23, 2019 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত চলে গিয়েছে। আর মার্চ শেষ হওয়ার আগেই হু হু করে চড়ছে পারদ। ইতিমধ্যে তাপপ্রবাহে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের পক্ষে থেকে একথা জানান হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী দীপক সাওয়ান্ত জানিয়েছেন, ‘ঔরঙ্গাবাদে একজন এবং সোলাপুর জেলায় তাপপ্রবাহের জেরে একজনের মৃ্ত্যু হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতালকে ইতিমধ্যে তৈরি থাকতেও বলা হয়েছে।’ তবে তাপপ্রবাহের কারণে পাঁচজনের মৃত্যুর খবরকে নস্যাৎ করে দিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক। এদিন রায়গড় জেলার ভিরায় তাপমাত্রা ছিল ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আকোলায় ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

[তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি ১৯ মে-র মধ্যে]

মহারাষ্ট্রের পাশাপাশি তাপমাত্রা বেড়ে চলেছে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এরাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি হল- বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার রাজ্যের সবচেয়ে উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। আগামী বেশ কয়েকদিন চলবে তাপপ্রবাহ। জানা গিয়েছে, শুক্রবারও তাপমাত্রা বাড়বে বই কমবে না। ৪২ থেকে ৪৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে সেটি। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি থাকবে। দক্ষিণবঙ্গেও বাড়বে অস্বস্তি। মূলত বিকেলের দিকে মেঘলা আকাশের জন্যই রাতের তাপমাত্রা কমছে না। তুলনামূলকভাবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ঘোরাফেরা করবে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও এই কারণে বাড়বে অস্বস্তি। আবহওয়া দপ্তর সূত্রে খবর এমনটাই।

Advertisement

[মোদির সফরের আগে ওড়িশার দইকাল্লু স্টেশনে মাও হামলা]

এদিকে, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ ছাড়াও মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়েও তাপমাত্রা বেড়ে চলেছে। বৃহস্পতিবার রাজস্থানের চুরু ও বারমারে পারদ ছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। গোটা রাজ্যে গড় তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা ১৯৪৬ সালের রেকর্ডকেও হার মানিয়েছ। ওই বছর মার্চ মাসে পারদ ছুঁয়েছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। একইরকমভাবে উত্তরপ্রদেশের লখনউ, এলাহাবাদ, বারাণসীর মনতো শহরগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫-৬ ডিগ্রি বেশি ছিল। একইঅবস্থা গুজরাটেও। সেখানকার বেশিরভাগ শহরের তাপপ্রবাহ চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তেই থাকবে। অন্তত এপ্রিলের প্রথম সপ্তাহের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না, বলে জানা গিয়েছে। তাই এই রাজ্যগুলিতে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা।

[উত্তরপ্রদেশের পর উত্তরাখণ্ডেও নিষিদ্ধ বেআইনি মাংসের দোকান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement