Advertisement
Advertisement

Breaking News

মহুয়া

জি নিউজের বিরুদ্ধে মহুয়া মৈত্রর মানহানি মামলা, শুনানি পিছোল ২০জুলাই পর্যন্ত

সংসদের বক্তব্য নিয়ে জি নিউজের প্রতিবেদনের ভিত্তিতে মানহানির মামলা করেন মহুয়া৷

Defamation case filed by Mohua Moitra against Zee will start on 20th
Published by: Sucheta Sengupta
  • Posted:July 15, 2019 4:40 pm
  • Updated:September 8, 2023 6:19 pm  

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: জি নিউজের সম্পাদক সুধীর চৌধুরীর বিরুদ্ধে সাংসদ মহুয়া মৈত্রর করা মানহানির ফৌজদারি মামলার শুনানি পিছিয়ে গেল দিল্লি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে৷ আগামী ২০ জুলাই সওয়াল-জবাব শুরু হবে বলে আদালত সূত্রে খবর৷ সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ ২০ তারিখ মামলাকারী মহুয়া মৈত্রের বয়ান রেকর্ড করা হবে ম্যাজিস্ট্রেটের কাছে৷

[আরও পড়ুন: অনুপ্রবেশের সময় বিএসএফের গুলি, জম্মুতে মৃত সন্দেহজনক পাক নাগরিক]

নতুন সাংসদ হওয়ার পর লোকসভা অধিবেশনের প্রথম ভাষণে সাড়া ফেলে দিয়েছিলেন মহুয়া মৈত্র৷ দৃঢ় কণ্ঠে, পরিশীলিত, প্রতিবাদী বক্তব্যে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ চিনিয়ে দিয়েছিলেন নিজের জাত৷ বিপুল জনসমর্থন পেয়ে দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় ফেরা বিজেপির বাঘা বাঘা সাংসদদের বুঝিয়ে দিয়েছিলেন, তিনি পাল্লা দিয়ে লড়তে জানেন৷ সেই বক্তৃতাতেই তিনি বিজেপি বিরোধিতায় মার্কিন প্রাবন্ধিক মার্টিন লংম্যানের লেখা উদ্ধৃত করে বোঝাতে চেয়েছিলেন মোদি সরকার কীভাবে ফ্যাসিবাদী হয়ে উঠছে৷ আর এই বিষয়টি নিয়েই জি নিউজের তরফে আপত্তিকর প্রতিবেদন উপস্থাপিত হয়েছে বলে অভিযোগ করেন মহুয়া মৈত্র৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে মহুয়ার বক্তব্য মার্টিন লংম্যানকে হুবহু নকল বলে উল্লেখ করা হয়েছিল, যা অবমাননাকর বলে মনে করেন সাংসদ৷ জি নিউজের এই প্রতিবেদনের বিপক্ষে নিজে টুইট করেন মার্টিন লংম্যান৷ এরপরই সংবাদমাধ্যমটির সম্পাদক সুধীর চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে আর এক মুহূর্তও নষ্ট করেননি মহুয়া৷ দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হয় মামলা৷ মহুয়া মৈত্রর হয়ে আইনি লড়াইয়ে নামেন আইনজীবী শাদান ফরাসত৷ তাঁর বক্তব্য, লংম্যানের প্রবন্ধটি অত্যন্ত জনপ্রিয়৷ মহুয়া শুধুমাত্র তা দেখে কিছুটা অংশ তুলে এদেশের পরিপ্রেক্ষিতে সবটা বোঝাতে চেয়েছেন৷ সংসদের ভাষণে তিনি লংম্যানের নামও উল্লেখ করেছিলেন৷ তাই হুবহু নকলের তত্বটি সম্পূর্ণ অসত্য এবং অভিসন্ধিমূলক৷

Advertisement

[আরও পড়ুন: হিমাচলে বহুতল ভেঙে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার ১৩ জওয়ানের দেহ]

এনিয়ে আজ, সোমবার ম্যাজিস্ট্রেট পিসি পারেওয়ার এজলাসে শুনানি শুরুর কথা ছিল৷ কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ২০ তারিখ পর্যন্ত৷ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সওয়াল-জবাবের আগে মামলাকারী মহুয়া মৈত্রর জবানবন্দি রেকর্ড করা হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement