Advertisement
Advertisement
Supreme Court

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আগামী বছর সওয়াল-জবাবে সম্ভাবনা

ফের হতাশাই প্রাপ্তি রাজ্য সরকারি কর্মীদের।

Hearing of DA case postponed in Supreme Court, next hearing in February | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 3, 2023 2:28 pm
  • Updated:November 3, 2023 3:15 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: উৎসবের মরশুম পেরিয়ে নতুন বছরেও সুখবর শোনার সম্ভাবনা নেই রাজ্য সরকারি কর্মীদের। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court)ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পিছিয়ে গেল। এখনই এ বিষয়ে শীর্ষ আদালত কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না। এ নিয়ে দশমবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। স্বভাবতই হতাশ হলেন মামলাকারী রাজ্য সরকারি কর্মীরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, শোকপ্রকাশ মমতার]

গত জুলাই মাসে ডিএ নিয়ে  কলকাতার হাই কোর্টের (Calcutta HC) রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয় ।

[আরও পড়ুন: Jyotipriya Mallick: ‘মমতাদি সব জানে, আমি দলের সঙ্গে আছি’, ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি জ্যোতিপ্রিয়র]

এর পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। নভেম্বরের ৩ তারিখ দিন ধার্য করা হয়। কিন্তু এদিনও আশাব্যঞ্জক শুনানি হল না। এদিন কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম জানান, বার বার শুনানি পিছিয়ে যাচ্ছে। যে কোনও একটি দিন শুনানির জন্য নির্দিষ্ট করে দেওয়া হোক। তবে বিচারপতিরা জানান, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুনানি হবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement