Advertisement
Advertisement
AIIMS

‘সুপ্রিম’ আর্জিতে সিদ্ধান্ত বদল, কর্মবিরতি প্রত্যাহার এইমসের চিকিৎসকদের

এইমস ছাড়াও দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকরাও কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

Health professionals at AIIMS call off 11day strike after SC's appeal
Published by: Sayani Sen
  • Posted:August 22, 2024 6:59 pm
  • Updated:August 22, 2024 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের আর্জির পরই সিদ্ধান্ত বদল। টানা এগারোদিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন দিল্লির এইমসের চিকিৎসকরা। বৃহস্পতিবার আবাসিক চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়, “রোগীদের সেবা করাই প্রথম শর্ত। তাই সুপ্রিম কোর্টের আর্জির পরই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত।” এইমস ছাড়াও দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকরাও কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

AIIMS protest

Advertisement

গত ৮ আগস্ট, নাইট শিফট করেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক। ওই রাতে তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। পরদিন সকালে হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেই সময় প্রায় বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার হয়। গোটা শরীরে একাধিক ক্ষতচিহ্ন। এই ঘটনার পর থেকে প্রতিবাদ সরব গোটা দেশ। চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতিতে শামিল চিকিৎসকরা। কলকাতার ঘটনার প্রতিবাদে সরব হন দিল্লির এইমসের চিকিৎসকরাও।

[আরও পড়ুন: ‘কাকে বাঁচাতে চাইছেন সন্দীপ? অভিসন্ধি কী?’, প্রশ্ন সুপ্রিম কোর্টের]

বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মামলার দ্বিতীয় শুনানিতে আরও একবার চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, “১৩ দিন ধরে এইমসের চিকিৎসকেরা কাজ করছেন না। তাঁদের বলব, দয়া করে কাজে ফিরুন। আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না আমরা তা নিশ্চিত করব।” সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে একটি পোর্টাল খুলতে বলা হয়েছে। সেখানে পরামর্শ জানানো যাবে। বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, পড়ুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স। গত মঙ্গলবারের শুনানিতে হাসপাতালগুলির নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেয় শীর্ষ আদালত। এর পরই কর্মবিরতি প্রত্যাহার করেন এইমসের চিকিৎসকরা।

[আরও পড়ুন: ‘দেশজুড়ে বাড়ছে ধর্ষণের ঘটনা’, দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মোদিকে চিঠি মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement