Advertisement
Advertisement
করোনা

বিশ্বের মধ্যে ভারতেই করোনায় মৃতের হার সবচেয়ে কম, আশার কথা শোনাল স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের মতে, টানা লকডাউনেই এমন অসাধ্য সাধন করা গিয়েছে।

Health Ministry says India's Corona death rate 'surprisingly' lowest in the world

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:May 26, 2020 6:30 pm
  • Updated:May 26, 2020 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চারদিন আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে। যা দুশ্চিন্তা বাড়িয়েছে গোটা দেশের। তবে সে বিষয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ না করে মঙ্গলবার আশার কথা শোনাল স্বাস্থ্যমন্ত্রক। জানাল করোনায় মৃতের হারের নিরিখে গোটা বিশ্বে সর্বনিম্ন ভারত। অর্থাৎ এ দেশেই আক্রান্তের তুলনায় মারণ ভাইরাসের বলির সংখ্যা সবচেয়ে কম।

এদিন সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি গ্রাফ তুলে ধরা হয়। জানানো হয়, গোটা বিশ্বে যেখানে প্রতি এক লক্ষে মৃতের সংখ্যা ৪.৪, সেখানে ভারতের হার ০.৩। যা নিঃসন্দেহে অনেকটাই স্বস্তির। ICMR-এর ডিরেক্টর জেনারেল ডা. বলরাম ভার্গব বলেন, “মৃত্যুর হার বিচার করতে গেলে ভারতে অদ্ভুতভাবে তা অত্যন্ত কম। যেটা খুব ভাল একটা লক্ষণ। আশা করি এই বিষয়টাই যেন ধরা রাখা সম্ভব হয়।”

Advertisement

[আরও পড়ুন: চুলোয় সামাজিক দূরত্ব, চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে ফিরতেই ঠাসাঠাসি ভিড় সমর্থকদের]

প্রশ্ন হল, কীভাবে অন্য দেশের তুলনায় এখানে মৃতের হার কম রাখা সম্ভব হল? স্বাস্থ্যমন্ত্রকের মতে, টানা লকডাউনের জন্যই এমন অসাধ্য সাধন করা গিয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই লাভবান হয়েছে দেশ। তাছাড়া দেশজুড়ে করোনা পরীক্ষাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন এক লক্ষ ১০ হাজার নমুনা পরীক্ষা হচ্ছে। ফলে সঠিক সময় চিকিৎসা করা যাচ্ছে রোগীদের। স্বরাষ্ট্রমন্ত্রকের এদিনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৬০ হাজার ৪৯০ জন কোভিড-১৯ থেকে মুক্ত হয়েছেন। সুস্থ হওয়ার হারও চোখে পড়ার মতো। ৪১.৬১ শতাংশ। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল আরও জানান, গোটা বিশ্বের তুলনায় এদেশের সামগ্রিক মৃতের হারও সবচেয়ে কম। ২.৮৭ শতাংশ।

টানা চারদিন রেকর্ড গড়ার পর মঙ্গলবার কিছুটা কমেছে করোনা সংক্রমণ বৃদ্ধির হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ৬ হাজার ৫৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জনে। দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ৪ হাজার ১৪৬ জন।

[আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অযোধ্যায় শুরু রাম মন্দির তৈরির কাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement