Advertisement
Advertisement

Breaking News

H9N2

চিনে নিউমোনিয়া আতঙ্ক, H9N2 ভাইরাসের প্রকোপ! সতর্ক নজর রাখছে ভারত

চিনের নিউমোনিয়া নিয়ে কী বলছে নয়াদিল্লি?

Health Ministry said it is closely monitoring outbreaks of H9N2 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 24, 2023 4:55 pm
  • Updated:November 24, 2023 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) মহামারীর ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরই মধ্যে নিউমোনিয়া নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চিনে। উত্তর চিনের বহু শিশু এই রোগে আক্রান্ত। মূলত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে এই শিশুরা। এই নয়া রোগের মূলে রয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা H9N2 ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO আগেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার মুখ খুলল ভারতও।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হল, “যে কোনও ধরনের জরুরি পরিস্থিতির জন্য ভারত তৈরি।” স্বাস্থ্যমন্ত্রক বলছে, এমনিতে শিশুদের অসুস্থতা এবং শ্বাসকষ্টে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কোনও অস্বাভাবিক প্যাথোজেনের অস্তিত্বও মেলেনি। তাছাড়া WHO এ পর্যন্ত যতটা জানাচ্ছে, তাতে এই রোগের এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা কম। এতে মৃত্যুর হারও কম। তাছাড়া চিনের যে যে অংশে এই রোগ ছড়িয়েছে, সেখান থেকে ভারতে ছড়ানোর সম্ভাবনা কম। তবে সব আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।”

Advertisement

[আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা, ধর্মতলায় শাহের সভার অনুমতি দিল হাই কোর্ট]

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, করোনার সময় যেমন চিন-সহ গোটা বিশ্বের চিকিৎসাব্যবস্থায় সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, চিনের কিছু কিছু এলাকার হাসপাতালে এই ‘অজানা’ নিউমোনিয়ার (Pneumonia) জেরে সেই একই পরিস্থিতি। এই রোগে মূলত শিশুরা আক্রান্ত হলেও ছাড় পাচ্ছেন না বড়রা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ‘অজানা’ নিউমোনিয়ার মূল উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট। সর্দি বা কাশি এই নিউমোনিয়ার উপসর্গের মধ্যে পড়ছে না। এই নিউমোনিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

[আরও পড়ুন: রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও হবে আইটি হাব, বিশেষ দায়িত্বে রাজীব কুমার]

চিনা প্রশাসন WHO-কে জানিয়েছে, এই নিউমোনিয়া নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এটা নতুন কোনও প্যাথোজেন বা কোনও নভেল ভাইরাসের মাধ্যমে ছড়ায়নি। সাধারণ জীবাণুর প্রকোপেই শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া এর প্রাদুর্ভাবে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলে যে দাবি করা হচ্ছে, সেটাও সত্যি নয়। ভারতও এখনই এ নিয়ে তাড়াহুড়ো কোনও পদক্ষেপে রাজি নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement