সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে ইস্যুতে বড় ধাক্কা কংগ্রেসের৷ ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রকাশিত যে প্রতিবেদনকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী৷ সেই প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিলেন রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত নেগোসিয়েশন টিমের প্রধান এয়ার মার্শাল এসবিপি সিনহা৷ বায়ুসেনার এই শীর্ষ আধিকারিক স্পষ্ট অভিযোগ করলেন, রাফালে সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি৷ ভুল ব্যাখ্যা করা হয়েছে ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে ওই চিঠির উত্তরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের পালটা জবাবের অংশকে৷ কেবলমাত্র একপক্ষের বক্তব্য প্রকাশ্যে আনা হয়েছে৷
[শিলংয়ে রাজীব কুমারকে জেরা Live Updates: পুলিশ কমিশনারকে জেরা শুরু CBI আধিকারিকদের ]
এয়ার মার্শাল এসবিপি সিনহা আরও বলেন, ‘‘ওই চিঠি পাঠিয়েছিলেন ডেপুটি সেক্রেটরি এসকে শর্মা৷ যার সঙ্গে নেগোসিয়েশন টিমের কোনও সম্পর্ক নেই৷ তিনি টিমের সদস্যও ছিলেন না৷’’ ঘটনার সূত্রপাত হয় শুক্রবার৷ রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর অভিযোগ করে সংবাদপত্র ‘দ্য হিন্দু’৷ ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ২০১৫-র ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরকে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের একটি গোপন চিঠি৷ যেখানে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক এবং নেগোসিয়েশন টিমকে অন্ধকারে রেখে রাফালে যুদ্ধবিমানের দামের বিষয়ে ফ্রান্সের সঙ্গে সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই ধরনের পদক্ষেপ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের সরে আসা উচিত৷ কারণ, এতে সংশ্লিষ্ট দপ্তরকে অগ্রাহ্য করা হয়৷
[অসমে প্রধানমন্ত্রীকে ‘কালো পতাকা’, ইটানগরেও বিক্ষোভের সম্ভাবনা]
সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিবেদনকে হাতিয়ার করেই শুক্রবার মোদির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন রাহুল গান্ধী৷ প্রশ্ন তোলেন, ‘কেন প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে ফ্রান্সের সঙ্গে সরাসরি দর কষাকষি করেছেন প্রধানমন্ত্রী?’ তিনি অভিযোগ করেন, ‘‘বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা লুট করেছেন প্রধানমন্ত্রী৷ সেই টাকা তিনি তুলে দিয়েছেন অনিল আম্বানির হাতে৷ রাফালের বিষয়ে মিথ্যা কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও৷ এখন বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার৷’’ এরপরই সরকারের বিরুদ্ধে লোকসভায় হট্টগোল শুরু করেন বিরোধীরা৷ যুদ্ধে অবতীর্ণ হন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি পালটা অভিযোগ করেন, ‘‘চিঠির ভুল ব্যাখ্যা করছে কংগ্রেস৷ এই চিঠির উত্তরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর জানিয়েছিলেন যে, সব কিছু ঠিকঠাক চলছে৷ কোনও অসুবিধা নেই৷ সেই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রকাশ করা হয়নি সংবাদপত্রের প্রতিবেদনে৷’’ একই ভাবে শুক্রবার সরকারের পাশে দাঁড়ান তৎকালীন প্রতিরক্ষা সচিব ডি মোহন কুমারও৷ ওই চিঠির সঙ্গে পিএমও-র হস্তক্ষেপ বা দরের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি৷ যাতে অনেকটাই ব্যাকফুটে পড়ে কংগ্রেস৷ ভোঁতা হয়ে যায় অভিযোগ৷
Air Marshal SBP Sinha: Note has nothing to do with Indian team’s negotiation on Rafale procurement as this note wasn’t initiated by Indian negotiating team. It has been initiated by SK Sharma, who was not part of Indian negotiation team. On whose behest he initiated this note? https://t.co/ufx5q2xGOK
— ANI (@ANI) February 8, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.