সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির অভিযোগ জানাতে থানায় গিয়েছিল বছর ষোলর কিশোরী৷ অভিযোগ দায়েরের বদলে সে যে অভিজ্ঞতার মুখে পড়ল, তা হতাশাজনক তো বটেই, খোদ পুলিশ বিভাগের কাছেই লজ্জার৷ অভিযোগকারীর সঙ্গে কনস্টেবলের আচরণের সেই ভিডিও ভাইরাল হতেই তাই তড়িঘড়ি পদক্ষেপ করল প্রশাসন৷ কানপুরের নাজিরাবাদ থানার হেড কনস্টেবলকে সরিয়ে দেওয়া হল কাজ থেকে৷
‘এই আংটি পরেছো কেন? চুড়িই বা কেন পরো? গলার এটা কী পরেছো? এত গয়নাগাঁটি কেন পরেছো? এসব দেখেই তো বোঝা যায়, তুমি কেমন মেয়ে৷’ – নিগৃহীতা, অভিযোগকারী কিশোরীর সঙ্গে কনস্টেবলের এসব কথাবার্তার ভিডিওই ভাইরাল হয়েছে৷ রাস্তায় তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে৷ তাই সুবিচারের আশায় নাজিরাবাদ থানায় গিয়েছিল এক কিশোরী৷ সঙ্গে ছিল ভাই৷ মেয়েটি এফআইআর দায়েরের কথা বলতেই তার দিকে আপাদমস্তক তাকিয়ে কর্তব্যরত কনস্টেবল শুরু করেন হাজারও প্রশ্ন, যা আদৌ ঘটনার সঙ্গে সম্পর্কিতই নয়৷ বরং মেয়েটির পোশাক-পরিচ্ছদ নিয়ে কথা বলতে থাকেন তিনি৷ এটাই বারবার বলেন যে এত গয়নাগাঁটি পরার কারণেই পথে সে নিগৃহীতা হয়েছে৷ এবং এফআইআর নিতেও গড়িমসি করা হয়৷
এসব দেখে অভিযোগকারীর ভাই কোনও প্রতিবাদ না করে চুপচাপ মোবাইলে সবটা রেকর্ড করে নেয়৷ তারপর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ এরপর আর ঝুঁকি নেয়নি কানপুর পুলিশ বিভাগ৷ অভিযুক্ত কনস্টেবলকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ পরে অবশ্য চাপে পড়ে নাজিরাবাদ থানা এফআইআর গ্রহণ করেছে৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷
छेड़खानी की रिपोर्ट लिखवाने गई लड़की के साथ थाने में इस तरह का व्यवहार हो रहा है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 25, 2019
एक तरफ उत्तर प्रदेश में महिलाओं के खिलाफ अपराध कम नहीं हो रहे, दूसरी तरफ कानून के रखवालों का ये बर्ताव।
महिलाओं को न्याय दिलाने की पहली सीढ़ी है उनकी बात सुनना।
Video credits @benarasiyaa pic.twitter.com/J0FdqBR2Tt
এর আগেও শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গিয়ে পুলিশ কর্মীদের হেনস্তার মুখে পড়েছেন নিগৃহীতা, এমন ঘটনা বিরল নয়৷ পোশাকআশাকের জন্যই মেয়েরা পথেঘাটে নিগ্রহের মুখে পড়েন, এমন কথা শোনা গিয়েছে খোদ নেতা-মন্ত্রীদের মুখেই৷ সেই তালিকাতেই এবার যুক্ত হয়েছে এই কনস্টেবল৷
#WATCH A Policeman at Nazirabad PS in Kanpur humiliates a girl who approached him with a molestation complaint. Policeman tells her ‘Why are you wearing all these rings, bangles and locket? All this itself shows what you are’. The Policeman has been sent to district line. (22.7) pic.twitter.com/n3Vn0psDzm
— ANI UP (@ANINewsUP) July 25, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.