সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী রাম কিষান গ্রেওয়ালকে কংগ্রেস কর্মী বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং৷ এক পদ এক পেনশনের দাবিতে আত্মঘাতী রাম কিষানের প্রসঙ্গে বৃহস্পতিবার ভি কে সিং বলেন, “উনি একজন কংগ্রেস কর্মী ছিলেন৷ কংগ্রেসের টিকিটে উনি সরপঞ্চ নির্বাচনে লড়েছিলেন৷” যদিও তাঁর আত্মহত্যার ঘটনাকে এদিন দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী৷ তিনি প্রশ্ন তুলেছেন, কে ওই সেনাকর্মীকে সালফার ট্যাবলেট সরবরাহ করল?
Unki harkaton se lagta hai jaise vo comedy circus ke hero hain: Kailash Vijayvargiya,BJP on Rahul Gandhi pic.twitter.com/F6m2oIiTsC
— ANI (@ANI_news) November 3, 2016
ভি কে সিংয়ের বক্তব্যকে সমর্থন করেছেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়৷ তিনি জানিয়েছেন, আত্মঘাতী সেনাকর্মী এক পদ এক পেনশনের সুবিধা ভোগ করছিলেন৷ কোনও কারণে এককালীন টাকা আটকে যেতে পারে৷ কিন্তু তিনি আত্মহননের পথ কেন বেছে নিলেন সে বিষয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার আবার সংবাদমাধ্যমের একাংশকে বিঁধে রাম কিষানকে ‘শহিদ’ বলার সমালোচনা করেছেন৷ তাঁর বক্তব্য, “শহিদ তাঁদের বলে যাঁরা সীমান্তে লড়াই করে প্রাণ হারান৷ যাঁরা আত্মহত্যা করেন, তাঁদের শহিদ বলে না৷”
‘Shaheed’ are those who lay down their lives at the border, not who commit suicide: Haryana CM ML Khattar pic.twitter.com/IhyRfGvFAC
— ANI (@ANI_news) November 3, 2016
বিজেপি নেতাদের এজাতীয় বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা৷ এই প্রথম নয় অবশ্য, এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং বা খাট্টারের একাধিক বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে৷ যদিও এদিন ভি কে সিং এটাও বলেছেন, “ওই সেনা কর্মী যদি কেন্দ্রের কাছে সাহায্য চেয়েও না পেয়ে থাকেন, তাহলে সেটা আমাদের দোষ৷” গত বুধবার, রাম কিষানের আত্মহত্যার প্রসঙ্গে জেনারেল সিং বলেন, “এক পদ এক পেনশন ইস্যুতে উনি (রাম) আত্মহত্যা করেছেন বলে খবরে দেখেছি৷ ওঁনার মানসিক স্থিতিশীলতা নিয়ে সংশয় জাগছে৷” তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজ বব্বর৷ তাঁর সাফ কথা, “ভি কে সিংয়ের মানসিক স্থিতিশীলতা নিয়েই বরং সন্দেহ জাগে৷ ওর মতো একজনের নামের আগে জেনারেল কী করে বসানো হয় কে জানে?” অন্যদিকে, আত্মঘাতী সেনাকর্মীর স্মরণে এদিন নয়াদিল্লিতে মোমবাতি মিছিল করেন কংগ্রেস সমর্থকরা৷
His mental condition needs to be examined, shameful that such a person writes ‘General’ before his name: Raj Babbar,Congress on VK Singh pic.twitter.com/fPuArVydLS
— ANI (@ANI_news) November 3, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.