সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের ফেরাতে শুরু থেকেই তৎপরতা দেখিয়েছে কেন্দ্র। ‘অপারেশন গঙ্গা’র লক্ষ্যই ছিল যত দ্রুত সম্ভব আটক ভারতীয়রা, যাঁদের অধিকাংশই পড়ুয়া, তাঁদের দেশে ফিরিয়ে আনা। একের পর এক বিমান এসে নেমেছে নয়াদিল্লিতে। আর আবেগে ভেসে যেতে দেখা গিয়েছে অভিভাবকদের। ইতিমধ্যেই একটি ভিডিও যেন সমস্ত অভিভাবকদের আকুতিকেই ফুটিয়ে তুলেছে। সেখানে আবেগপ্রবণ এক বাবাকে বলতে শোনা গিয়েছে, ”আমি বলতে চাই, আমার ছেলে ফেরেনি। ও মোদিজির ছেলে। উনিই ওকে ফিরিয়ে নিয়ে এসেছেন।”
কাশ্মীরের বাসিন্দা ওই ব্যক্তির নাম সঞ্জয় পণ্ডিতিয়া। তাঁর ছেলে আটকে ছিল ইউক্রেনের সুমি শহরে। সংবাদ সংস্থা এএনআইকে এবিষয়ে বলতে গিয়ে বিমানবন্দরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ”আমরা তো কোনও আশাই দেখতে পাচ্ছিলাম না। সুমিতে যে অবস্থা হয়েছিল, তাতে ওদের বেঁচে ফেরা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।”
#WATCH A tearful Sanjay Pandita from Srinagar, Kashmir welcomes his son Dhruv on his return from Sumy, #Ukraine, says, “I want to say that it’s Modiji’s son who has returned, not my son. We had no hopes given the circumstances in Sumy. I am thankful to GoI for evacuating my son.” pic.twitter.com/ygqOVk5PGm
— ANI (@ANI) March 11, 2022
ওই ব্যক্তির আবেগেরই সম্মিলিত ছবি দেখা গিয়েছে দিল্লি বিমানবন্দরে। অভিভাবক ও পরিবারের অন্য সদস্যদের চোখে ছিল জল। একই ভাবে ফেরত আসা পড়ুয়াদেরও চোখেমুখে ধরা পড়ছিল আবেগ। কোনও কোনও অভিভাবককে ‘ভারত মাতা কি জয়’-এর পাশাপাশি ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ও বলতে শোনা গিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রবেশ করে রুশ ফৌজ। তারপর থেকেই শুরু হয়েছে ভয়ংকর লড়াই। প্রথমে মনে করা হয়েছিল সহজেই কিয়েভ দখল করবে রাশিয়া। কিন্তু সময় যতই এগিয়েছে, ততই পালটা মার দিয়েছে ইউক্রেনীয় সেনা। এমনকী হাতে অস্ত্র তুলে নিয়েছে সাধারণ মানুষও। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয় ‘অপারেশন গঙ্গা’। যেহেতু ইউক্রেনের আকাশপথ বন্ধ, তাই পার্শ্ববর্তী রোমানিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড, হাঙ্গেরির মতো দেশের বিমানপথ ব্যবহার করেই পড়ুয়াদের ফেরানোর প্রক্রিয়া চালিয়েছে কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.