ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলেনি হুইলচেয়ার। অসুস্থ হয়ে মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেই প্রাণ হারালেন এক ৮০ বছরের বৃদ্ধ। নিউ ইয়র্ক থেকে মুম্বইয়ে এসেছিলেন তিনি। বলা হচ্ছে, তিনি নাকি হুইলচেয়ার চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে হুইলচেয়ারের ব্যাপক চাহিদা থাকায় তিনি তা পাননি। এই নিয়ে বিতর্ক ঘনিয়েছে।
এই পরিস্থিতিতে মুখ খুলল এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘আমাদের অন্যতম এক অতিথি গত ১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক (New York) থেকে মুম্বইয়ে এসেছেন। অভিবাসনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে ছিল তাঁর স্ত্রী। তিনি একটি হুইলচেয়ারে ছিলেন। হুইলচেয়ারের বিরাট চাহিদার কারণে আমরা ওই যাত্রীকে অনুরোধ করি অপেক্ষা করার জন্য। কিন্তু তিনি স্ত্রীর সঙ্গে হাঁটতে শুরু করেন টার্মিনালের দিকে।’
ওই যাত্রী অচেতন হয়ে লুটিয়ে পড়ার পর বিমানবন্দরের মেডিক্যাল টিম দ্রুত সেখানে উপস্থিত হয়। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় শোকপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, কেন এভাবে বিমানবন্দরের ঘাটতি তৈরি হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.