Advertisement
Advertisement

Breaking News

কৃষকের সন্তানকে বিয়ে করলেই মেয়েদের ২ লক্ষ টাকা, কর্ণাটকে অভিনব প্রতিশ্রুতি কুমারস্বামীর

কর্ণাটকে কিংমেকার হতে পারে কুমারস্বামীর জেডিএস।

HD Kumaraswamy's Bizarre Poll Promise in Karnataka | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 11, 2023 3:52 pm
  • Updated:April 11, 2023 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক মাসখানেক বাদে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। ভোটারদের মন পেতে নিজেদের মতো করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। কিন্তু এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী যে প্রতিশ্রুতি দিলেন, সেটা এককথায় অভিনব। অদ্ভুত বললেও বাড়িয়ে বলা হয় না।

কী এমন প্রতিশ্রুতি দিলেন কুমারস্বামী (HD Kumaraswamy)? কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে তাঁর দল জেডি(এস) ক্ষমতায় এলে মহিলাদের বিয়ের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। যে সব মেয়েরা কৃষকের সন্তানকে বিয়ে করবেন, তারা এককালীন দু’লক্ষ টাকা করে পাবেন। রাজ্যে কৃষকের ছেলেদের বিয়ে করা নিয়ে নাকি অনীহা তৈরি হয়েছে। সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জেডিএস (JDS) নেতা।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় প্রকাশিত গবেষণায় বিশ্বজয়, ‘গণিতে নোবেল’ পাচ্ছেন শতায়ু ভারতীয় বিজ্ঞানী]

কুমারস্বামী বলছেন, “আমি শুনেছি আমাদের রাজ্যে মেয়েরা কৃষক সন্তানদের বিয়ে করতে চাইছে না। কৃষকদের অপমান করা হচ্ছে। তাই কৃষক বাড়ির ছেলেদের সম্মান বাঁচাতে আমরা অভিনব সিদ্ধান্ত নিচ্ছি। জেডিএস ক্ষমতায় এলে সরকার সেইসব মেয়েদের এককালীন ২ লক্ষ টাকা করে দেবে যারা কৃষক সন্তানকে বিয়ে করবেন। এর ফলে পুরুষদের আত্মসম্মান বজায় থাকবে। কুমারস্বামীর ঘোষণা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।”

[আরও পড়ুন: ‘বিরোধীদের কণ্ঠরোধ, গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে’, মোদি সরকারকে ফের তোপ সোনিয়ার]

উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকের বিধানসভা নির্বাচন (Karnataka Election)। যাতে বিজেপি এবং কংগ্রেসের পাশাপাশি লড়াইয়ে আছে জেডিএসও। রাজনৈতিক মহলের ধারণা, জেডিএস এবারের বিধানসভা নির্বাচনেও কিংমেকারের ভূমিকা নিতে পারে। কুমারস্বামীর দাবি, ইতিমধ্যেই কংগ্রেস (Congress) এবং বিজেপি (BJP) তাঁর সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। দলের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, কর্ণাটকে ২৫-৩৫ আসন পেতে পারে জেডি(এস)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement