Advertisement
Advertisement

Breaking News

খুদে পড়ুয়াদের হোমওয়ার্কের বোঝা নয়, নির্দেশ মাদ্রাজ হাই কোর্টের

স্কুল ব্যাগও বন্ধ করা হচ্ছে।

HC orders CBSE schools to follow ‘No Homework’ rule
Published by: Subhajit Mandal
  • Posted:August 21, 2018 1:57 pm
  • Updated:August 21, 2018 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যতের নাগরিক ওরা। সুস্থ সমাজ গড়ার দায় ওদের উপরই। ওদের মেরুদণ্ড যত সোজা হবে তত দৃঢ় হবে জাতfর আত্মপ্রত্যয়। এসবই যেন কাব্যকথা, কিম্বা কেতাবি বুলি। বাস্তব ছবিটা বলছে অন্য। বাস্তবটা অন্য। আজকের শৈশব আর হয়তো অত মধুর নেই। শিক্ষা অর্জনের ইঁদুর দৌড়ে হাপিয়ে উঠছে শিশুরা। নিজেদের থেকে ভারী স্কুলব্যাগ ওরা আর বইতে পারছে না। স্কুলের স্যর বা ম্যাডামের রক্তচক্ষু এড়াতে আর হোমওয়ার্কের বোঝাটা বইতে পারছে না একরত্তি শিশুটি। তাই বাধ্য হয়ে আসরে নামতে হল আদালতকে। না আর হোমওয়ার্কের বোঝা নয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের স্কুলের বাইরে অতিরিক্ত পড়াশোনার চাপ দেওয়া যাবে না। তৃতীয় শ্রেণির ক্ষেত্রেও তা যতদূর সম্ভব কমাতে হবে। বোর্ড যদি এই নিয়ম না মানে তাহলে শাস্তির মুখেও পড়তে হবে। এই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট।

[বুরারির ছায়া এলাহাবাদে, বন্ধ বাড়িতে উদ্ধার একই পরিবারের ৫ সদস্যের দেহ]

কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইকে মাদ্রাজ হাই কোর্ট জানিয়ে দিয়েছে, হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে না সেটা নিশ্চিত করুন। আর তা না করতে পারলে আপনাদের শাস্তির মুখে পড়তে হবে। সিবিএসইর তরফে জানানো হয়েছে, বোর্ডের নিয়ম অনুযায়ী কোনও খুদে পড়ুয়াকেই হোমওয়ার্ক দেওয়া যায় না। তবে, কোনও কোনও স্কুল এই নিয়ম মানছে না। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, এখন থেকে যদি কোনও স্কুল এই নিয়ম না মানে তাহলে তাদের কড়া শাস্তির ব্যবস্থা করবে পর্ষদ। সিবিএসই জানিয়েছে, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সিবিএসই-র তরফে নোটিস দিয়ে সমস্ত স্কুলকে বলা হয়েছিল, কোনওভাবেই যাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের উপর হোমওয়ার্কের বোঝা না চাপানো হয় তা নিশ্চিত করতে। তাছাড়া, কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী এমনিতেও তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হোমওয়ার্ক এবং স্কুল ব্যাগ নিষিদ্ধ। তবে, পর্ষদ স্বীকার করে নিয়েছে পরিকাঠামোর অভাবে সব স্কুলে নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। সিবিএসই-র অধীনে ১৮,০০০টি স্কুল রয়েছে। অথচ পরিকাঠামো রয়েছে মোট ১২,০০০টি স্কুল চালানোর।

Advertisement

[তুঙ্গে রাফালে রাজনীতি, ‘মোদির হয়ে’ রাহুলকে চিঠি অনিল আম্বানির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement