Advertisement
Advertisement

মধুফাঁদে ফেঁসে পাকিস্তানকে তথ্য পাচারে অভিযুক্ত সেনা জওয়ান

শোনা গিয়েছে, ফেসবুক-হোয়াটসঅ্যাপে ফেক প্রোফাইল তৈরি করে ফাঁসানো হয় হাবিলদারকে৷

Havildar honeytraped by Pakistani agent on Facebook, faces court martial
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 10:20 am
  • Updated:December 8, 2016 10:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুফাঁদে ফেঁসে পাকিস্তানি চরকে তথ্য পাচারের অভিযোগ উঠল ভারতীয় জওয়ানের বিরুদ্ধে৷ অভিযুক্ত ঝাঁসির ৩১ নম্বর আর্মাড ডিভিশনের ১০ মিলিটারি আর্টিলারি রেজিমেন্টের হাবিলদার সঞ্জয় কুমার যাদব৷ সেনা সূত্রের খবর, কোর্ট মার্শালের মুখে অভিযুক্ত সেনাকর্মী৷

নাম প্রকাশে অনিচ্ছুক সেনার এক আধিকারিকের কথায়, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই মধুফাঁদ সাজানো হয়েছিল৷ পাকিস্তানের এক চর মহিলা হিসেবে ফেক প্রোফাইল তৈরি করে সঞ্জয়ের সঙ্গে বন্ধুত্ব পাতায়৷ দু’জনের মধ্যে অশ্লীল মেসেজও আদান-প্রদান হত৷ বিষয়টি তখন থেকেই নজরে ছিল সেনার উর্ধ্বতন কর্তৃপক্ষের৷ এর পর দেখা যায়, বেশ কিছু বেহিসেবি টাকা জমা পড়েছে অভিযুক্ত হাবিলদারের ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্টে৷ প্রথমে ৮,০০০ টাকা ও পরে ১,৩৮,০০০ টাকা নাকি জমা পড়েছিল তার অ্যাকাউন্টে৷ অভিযোগ, এর বিনিময়ে ভারতীয় সেনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে সঞ্জয়৷ যেমন, তার সঙ্গে থাকা সেনা দল কোথায় রয়েছে, সঙ্গে ক’জন রয়েছে ইত্যাদি৷

Advertisement

শোনা গিয়েছে, আপাতত সেকেন্দ্রাবাদের ৬৫৪ ইএমই ব্যাটালিয়নের ৫৪ ইনফ্যান্ট্রি ডিভিশনে (RAPID) রাখা হয়েছে সঞ্জয় কুমার যাদবকে৷ সেখানেই তাঁর কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হবে ১১ নভেম্বর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement