Advertisement
Advertisement

Breaking News

Akasa

‘ব্যাগে বোমা আছে’, বিমানযাত্রীর মন্তব্যে ‘নাটক’ আকাসার উড়ানে! তার পর…

পুণে থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি।

'Have bomb in my bag': Passenger’s threat forces Akasa Air flight to land in Mumbai। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 21, 2023 1:49 pm
  • Updated:October 21, 2023 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে নাটক! আকাসা উড়ান সংস্থার এক বিমানে এক যাত্রী আচমকাই দাবি করলেন, তাঁর ব্যাগে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে হইহই শুরু হয়ে যায়। বিমানটিকে আপৎকালীন অবতরণ করাতে হয় মুম্বইয়ে। যদিও পরে দেখা যায় ব্যাগটির মধ্যে আদৌ বোমা নেই।

পুণে থেকে দিল্লিগামী আকাসা (Akasa) উড়ান সংস্থার বিমানটিতে ছিলেন ওই যাত্রী। আচমকাই তাঁকে বলতে শোনা যায়, ”আমার ব্যাগে বোমা রয়েছে।” সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায়। বিমানটিকে নামানো হয় মুম্বইয়ে। ডাকা হয় বম্ব ডিটেকশন অ্যান্ড ডিজপোজাল স্কোয়াডকে। দেখা যায় ব্যাগে বোমা (Bomb) নেই। এর পরই অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘সোনিয়া গান্ধীর জন্যই তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে’, রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ কেসিআরের দল]

কিন্তু কেন ওই যাত্রী এমন করলেন? বিমানে তাঁর সঙ্গেই ছিলেন এক আত্মীয়। তাঁর দাবি, ওই ব্যক্তি বিমানে বসার পর থেকেই বলছিলেন তাঁর বুকে ব্যথা করছে। সেই সঙ্গে অসংলগ্ন কথাও বলতে থাকেন তিনি। বুকে ব্যথার ওষুধও খান ওই ব্যক্তি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করার পর বিমান উড়ে যায় তার গন্তব্যে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: না চাইলে কোনও দম্পতিকে একসঙ্গে থাকতে বলা নিষ্ঠুরতা, মন্তব্য হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement