Advertisement
Advertisement

Breaking News

প্রার্থনা-যজ্ঞে সাফল্য কামনা সব দলের, তৈরি হচ্ছে লাড্ডুও

মোদি ম্যাজিক না মহাজোট, শেষ হাসি আজ কে হাসবে?

Havan, prayers are going on for Election Results
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2017 3:17 am
  • Updated:March 11, 2017 3:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা৷ তারপরই মিলবে পালের হাওয়ার হদিশ৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর, গোয়া – পাঁচ রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে আজ৷ তবে সবার নজর থাকবে গো বলয়ের দিকেই৷ মোদি ম্যাজিক না মহাজোট, কার পক্ষে রায় দেবে জনতা? সেই দিকে তাকিয়ে গোটা দেশ৷ আর রাজনৈতিক দলগুলির কাছে শেষ মুহূর্ত যেন অ্যাসিড টেস্ট৷ টেনশনের পারদ যতটাই চড়ে, ততটাই বাড়ে ভক্তির বহর৷ তাই শেষ মুহূর্তের টেনশন কাটাতে বিজেপি, সপা, কংগ্রেস সকলের ভরসা ঈশ্বরই৷

বিজেপিকে রুখতে সপা-কংগ্রেস জোটে বিএসপিও!

Advertisement

একদিকে যেমন লখনউ ক্যান্টনমেন্টের বিজেপি প্রার্থী রীতা বহুগুণা যোশী পৌঁছে গিয়েছেন হজরতগঞ্জের হনুমান মন্দিরে৷ অন্যদিকে, অখিলেশ-রাহুলের সমর্থকরা কানপুরের বিখ্যাত মন্দিরের বাইরে যজ্ঞ শুরু করে দিয়েছেন৷ পার্টির পোস্টার নিয়েই যজ্ঞে বসেছেন তাঁরা৷ সকলেরই একটাই আকাঙ্খা, ভোট পরীক্ষার ফল যেন ভাল হয়৷

C6mQkiXWwAQ3af4

মোদির ছবি ব্যবহারের জন্য ক্ষমা চাইল Jio, Paytm

ভক্তির পাশাপাশি সেলিব্রেশনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে৷ হোলির আগেই বিভিন্ন জায়গায় কিনে রাখা হয়েছে আবির৷ কোথাও আবার জোরকদমে চলছে লাড্ডু তৈরির প্রস্তুতি৷

C6klgbHWcAAxeyv

নির্বাচনের ফলাফলের কথা মাথায় রেখে নিরাপত্তাও জোরদার করা হয়েছে পাঁচ রাজ্যে৷ উত্তরপ্রদেশের ভোট গোনা হচ্ছে ৭৫টি জেলার ৭৮টি কেন্দ্রে৷ উত্তরাখণ্ডে ১৫টি কেন্দ্রে ভোট গণনার কাজ হচ্ছে৷ স্পর্শকাতর মণিপুরে গণনার জন্য নির্ধারিত হয়েছে ১১টি কেন্দ্র৷ পাঞ্জাবের ভোট গোনা হচ্ছে ৫৪টি কেন্দ্রে৷ আর গোয়ার গণনা হচ্ছে পানাজি ও মাডগাঁও সিটিতে৷

বাজারে ছাড়া হয়েছে ১২ লক্ষ নতুন নোট, জানালেন অর্থমন্ত্রী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement