সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সাধারণ মানুষের কথা ভাববেন এবং মানুষের জন্য চৌকিদারি করবেন৷ যে কোনও রকমের ধাপ্পাবাজির বিরোধিতা করবেন তিনি৷ দেরাদুনে চার ধাম প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে মূলত এই কথাই স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, “দেশকে কালো টাকা যেমন নষ্ট করেছে, তেমনই কালো মনও নষ্ট করেছে দেশকে৷ তাই দেশ থেকে কালো ধন যেমন দূর করা উচিত, তেমনই কালো মনকে দূর করা উচিত৷” মঙ্গলবার দেরাদুনে চার-ধাম প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উত্তরাখন্ড শুধু দেবভূমি নয়, বীরভূমিও৷ রাজনীতির সুবিধার্থে চটজলদি অনেক প্রকল্প গড়ে নজর কাড়া যায় ঠিকই৷ কিন্তু তা দিয়ে মানুষের উপকার করা সম্ভব নয়৷” প্রধানমন্ত্রীর আর দাবি, গত ৭০ বছর কেবলমাত্র রাজনীতির খাতিরে এমন বহু প্রকল্পের শিলান্যাস হয়েছে যার কোনও সুদূরপ্রসারী ফল পাওয়া যায়নি৷
প্রধানমন্ত্রীর দাবি, জনতা সবকিছুই বুঝতে পারেন৷ তাড়াহুড়ো করে কিছু করলে কোনও সুবিধা হবে না৷ ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত করতে মানুষের প্রয়োজন হবে৷ সাধারণ মানুষ নিজের পরিশ্রমের অর্থ উপার্জন করবেন৷ আর এতেই উন্নয়নের অংশীদার হবেন মানুষ৷
এর পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন সেনা জওয়ানদের ‘ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন’, দেশের পাঁচ কোটি দরিদ্র পরিবারের কাছে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়া এবং হাজার দিনের মধ্যে ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন৷ মোটের উপর দেশের উন্নয়নের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত যে তিনি কোনওভাবেই হঠকারিতার সঙ্গে গ্রহণ করবেন না তা নিজের বক্তব্যে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.