Advertisement
Advertisement

Breaking News

জিনস ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা হরিয়ানার পঞ্চায়েতের

ডিজিটাল যুগে এও সম্ভব?

Haryana village bans girls from using mobiles, wearing jeans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2018 7:26 pm
  • Updated:April 18, 2018 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট তত্ত্ব নিয়ে বিজেপি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে যখন উত্তাল গোটা দেশ, ঠিক তখনই হরিয়ানার একটি গ্রামের মহিলাদের মোবাইল ব্যবহার ও জিনস পরা উপর জারি হল নিষেধাজ্ঞা৷ সম্প্রতি, হরিয়ানার সোনপত জেলার ঈশাপুর গ্রাম পঞ্চায়েতের তরফে এমনই নির্দেশ জারি করা হয়েছে বলে খবর৷

ওই গ্রামের পঞ্চায়েত প্রধান প্রেম সিং সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গ্রামের মেয়েদের মোবাইল ফোন ও জিনস পরার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার বেশ উপকার পেয়েছেন তাঁরা৷ পঞ্চায়েত প্রধানের দাবি, নিয়ম কার্যকর থাকার কারণে আগের তুলনায় গ্রামের পরিস্থিতি এখন ভাল বলেও জানিয়েছেন তিনি৷ প্রধানের মন্তব্য, ‘‘আমাদের গ্রামে মেয়েদের জিনস পরা ও ফোনের অপব্যবহার করার অনুমতি দেওয়া হয় না৷ পঞ্চায়েতের মাধ্যমে আমরা এই নিষেধাজ্ঞা জারি করেছি৷’’

Advertisement

মহিলাদের জন্য এহেন নিষেধাজ্ঞা জারি থাকায় প্রতিমুহূর্তে গঞ্জনা শুনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের৷ ২০১৮ সালে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার যখন জরুরি উপাদানে পৌঁছে গিয়েছে, তখন মহিলাদের জন্য ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সত্যিই খুবই দুর্বিসহ হয়ে উঠেছে ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে৷ যদিও, পঞ্চায়েত এই রায়ের নির্দেশে চূড়ান্ত ক্ষুব্ধ গ্রামের মহিলারা৷ স্থানীয় মহিলাদের মন্তব্য, ‘‘এটি সম্পূর্ণ ভুল ধারণা৷ এখানে সমস্যা পুরুষদের মানসিকতায়৷ আর তা না হলে কেন আমদের জিনস পরতে নিষেধ করা হয়েছে৷ কেন ফেন ব্যবহার করতে দেওয়া হয় না৷ এই গ্রামের পরুষরা কি মেয়েদের ভয় পান? তাই কি এই নিষেধাজ্ঞা?’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement