সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় নম্বর কম পেয়েছে৷ তার উপরে আবার পড়া করে আসেনি৷ এই অপরাধ কি ক্ষমা করা যায়? হোক না বয়স ১৬ কিংবা ১৭, শাস্তি তো পেতেই হবে৷ এই মনোভাব নিয়েই হরিয়ানায় কোচিং সেন্টার চালাতেন প্রদীপ অরোরা৷ ছাত্র-ছাত্রী নির্বিশেষে চলত তাঁর মারধরের পর্ব৷ কিল, চড় থেকে হাতে লাঠির আঘাত – বাদ থাকত না কিছুই৷ একদিন আর থাকতে না পেরে ‘স্যার’-এর এই শারীরিক নিগ্রহের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় কোনও এক পড়ুয়া৷ আর তাতেই যেন ঢিল পড়ে পুকুরের জলে! নিন্দায় সরব হয় সোশ্যাল মিডিয়া৷
#WATCH: Teacher assaults class 10th, 12th students in Karnal (Haryana) for not completing homework,coming late or scoring less(Mobile video) pic.twitter.com/MH9VBgCzue
— ANI (@ANI_news) 28 September 2016
বিষয়টি হরিয়ানা পুলিশের চোখেও পড়ে৷ ভিডিওর সূত্র ধরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷ তবে নিজের কৃতকর্মের কোনও আফশোস নেই প্রদীপ অরোরার৷ তাঁর মতে ছাত্রছাত্রীদের সফল হতে গেলে কড়া নিয়ম মেনে চলতে হয়৷ তাঁর আরও দাবি, পড়ুয়াদের অভিভাবকরাই না কি বলেন ছেলে-মেয়েদের কড়া শাসনে রাখতে৷ তাই তিনিও সেটাই করেন! প্রসঙ্গত এখনও পর্যন্ত কোনও অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাননি পুলিশের কাছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.