গ্রেপ্তার দুই অভিযুক্ত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে! শুধু সন্দেহ নয়, প্রত্যক্ষ প্রমাণও পেয়েছিলেন। যার জেরে ভাড়াটিয়া জ্যান্ত পুড়িয়ে ৭ ফুট গভীর গর্তে পুঁতে দিলেন স্বামী! এই কাজে অভিযুক্তকে সাহায্য করার অভিযোগ উঠেছে তাঁর আরও কয়েকজন বন্ধুর বিরুদ্ধে। ঘটনার প্রায় তিন মাস পর মূল অভিযুক্ত ও তাঁর বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় যোগ ব্যায়ামের শিক্ষক জগদীপ রোহতকের এক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। থাকতেন হরদীপের বাড়িতে। পুলিশের দাবি, এখানেই হরদীপের স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক তৈরি হয়। বিষয়টি হরদীপের জানতে পারার পর, একদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে মারধর ও জীবন্ত পুড়িয়ে হত্যা করে ৭ ফুট গর্তে পুঁতে দেয়। কুয়ো তৈরি করবে বলে আগে থেকে এই গর্ত খুঁড়ে রেখেছিল অভিযুক্ত। এদিকে কোনও খোঁজ না পাওয়ায় তাঁর পরিবার শিবাজি কলোনি থানায় নিখোঁজ ডায়েরি করে। ঘটনার তদন্তে নামে পুলিশ।
#WATCH | Rohtak, Haryana | CIA-1 incharge Kuldeep says, “A missing report of Jagdeep was registered in Shivaji Colony police station. It was filed around 2-2.5 months ago. Later, it was found that after being abducted, his body was kept in Dadri. Accused Hardeep and Dharampal… pic.twitter.com/CRuZ1qAWnq
— ANI (@ANI) March 25, 2025
জগদীপের ফোন কল খতিয়ে দেখে হরদীপের উপর সন্দেহ হয় পুলিশের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। গত সোমবার হরদীপের দেখানো জায়গায় খুঁড়ে দেহ উদ্ধার করা হয় জগদীপের। এই ঘটনায় হরদীপ ও তাঁর বন্ধু ধরমপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, আরও এক থেকে দুইজন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.