সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সফরে ট্রেনে লুকিয়ে-চুরিয়ে ধূমপান করেন অনেকেই৷ কিন্তু, বাসে উঠলে, নিয়ম মেনে চলেন সবাই৷ বাসের ভিতরে বড় বড় হরফে লেখাও থাকে, ‘ ধূমপান নিষেধ’৷ তবে যাত্রীরা নিয়ম মেনে চললেও, চলন্ত বাসে ধূমপান করতে দেখা যায় চালক ও কন্ডাক্টরকে৷ পাদানিতে দাঁড়িয়ে ধূমপান করেন কন্ডাক্টর৷ আর স্টিয়ারিং হাত রেখেই সুখটান দেন চালক৷ তবে ধূমপানে আসক্তির জন্য চাকরি গেল হরিয়ানার এক সরকারি বাস চালকের৷
[জানেন, কেন এই গ্রামে আজও প্রবেশ করতে পারেন না কোনও পুরুষ?]
ব্যস্ত হাইওয়ে দিয়ে ছুটে চলেছে একটি যাত্রীবাহী বাস৷ বাসের চালক একহাতে স্টিয়ারিং ধরে আছেন৷ অন্য হাতে হুঁকো৷ বাস চালাতে চালাতেই হুঁকোয় টান দিচ্ছেন তিনি৷ দিন কয়েক আগেই এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ জানা গিয়েছে, হাইওয়ে দিয়ে গাড়িতে যাওয়ার সময় ভিডিওটি তোলেন কয়েকজন যাত্রীরা৷ ভিডিওটি ভাইরাল হতেই নড়চড়ে বসে হরিয়ানার পরিবহণ দপ্তর৷ জানা যায়, বাসটি হরিয়ানা পরিবহণ দপ্তরের দিল্লির ডিপোর৷ চালকের নাম ওম প্রকাশ৷ দিল্লি ডিপোর ডিউটি ইন্সপেক্টর চাত্তর সিং জানিয়েছেন, অভিযুক্ত চালককে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল৷ তদন্তকারীদের সুপারিশেই অভিযুক্ত বাস চালক ওম প্রকাশকে বরখাস্ত করা হয়েছে৷
[সশস্ত্র দুষ্কৃতীদের হামলা থেকে মালিককে বাঁচল পোষ্য সারমেয়]
এর আগেও, বাস চালকদের বিশৃঙ্খল আচরণে বহুবার মুখ পুড়েছে হরিয়ানার পরিবহণ দপ্তরের৷ চালকের গাফিলতিতে ঘটেছে দুর্ঘটনাও৷ অনেকেই বলছেন, একের পর এক দুর্ঘটনাতেও যে হরিয়ানার সরকারি বাসের চালকদের হুঁশ ফেরেনি, এই ঘটনায় ফের তা প্রমাণ হল৷ আরও একবার প্রশ্ন উঠল যাত্রী নিরাপত্তা নিয়েও৷
দেখুন ভিডিও:
[জন ধন যোজনার সাফল্যে গ্রামে কমছে মদ-গুটখার প্রবণতা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.