আকবর খান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয়? নাকি কোনও আর্থিক সাহায্যে সে ক্ষতে প্রলেপ দেওয়া যায়! পুরনো এই প্রশ্নই ফের জেগে উঠল। আলোয়ারে গণপিটুনিতে মৃত রাকবর খানের পরিবারকে ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছে সরকার। এক নির্দল বিধায়ক দিয়েছেন আরও তিন লক্ষ টাকা। অর্থাৎ রাকবরের মৃত্যুর ক্ষতি পূরণের চেষ্টা ৮ লক্ষ টাকাতেই।
[ ধর্ম বাঁচাতে ৫ সন্তানের জন্ম দিন, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের ]
কিছুদিন আগেই আলোয়ারে গণপিটুনির শিকার হন আকবর ওরফে রাকবর খান। ঘটনায় মৃত্যু হয় তাঁর। সাম্প্রতিক দেশে গণপ্রহারের ঘটনা বেড়েছে। ছেলেধরা বা চোর সন্দেহে একের মানুষকে মেরে ফেলা হচ্ছে। দায়ী করা হচ্ছে গুজবকে। কিন্তু কীভাবে সেই গুজব ছড়াচ্ছে, এর পিছনে কোন পরিকল্পনা দায়ী সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনায় উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত। রাজ্যগুলিকে যে কোনও উপায়ে এই গণপ্রহারের ঘটনা প্রতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের কাছে নতুন আইন আনার প্রস্তাবও রাখা হয়েছে। এদিকে রাকবরের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যায়, মৃত্যুযন্ত্রণায় যখন ছটফট করছেন রাকবর, তখন তাঁকে ফেলে রেখেই চা খেতে চলে যান পুলিশকর্মী। এই তথ্য সামনে আসার পরই গোটা দেশে নিন্দার ঝড় ওঠে। মোদি সরকারের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ এনে টুইটারে সরব হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পালটা অবশ্য বিজেপি নেতারাই রাহুলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আনেন। কিন্তু এই চাপানউতোরের মধ্যেই যা অলক্ষে থেকে যাচ্ছে, তা হল গণপিটুনিকে রোখার কোনও নির্দিষ্ট ব্যবস্থা বা আইনের বিষয়টি। এখনও এ নিয়ে কোনও সদর্থক পদক্ষেপ করা সম্ভব হয়নি। রাজ্য সরকারের তরফে অবশ্য ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। শাস্তির মুখে পড়েছেন আরও দুই পুলিশকর্মী। রাজ্য তার দায়িত্ব পালন করলেও গণপিটুনি সামগ্রিকভাবে দেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে তা রোধ করার এখনও কোনও উপায় চোখে পড়ছে না। বরং একের পর এক বিজেপি নেতারা গোরক্ষা নিয়ে এমন মন্তব্য করছেন যাতে মনে হচ্ছে, গণপিটুনিকে যেন প্রকারন্তরে সমর্থনই করছেন তাঁরা।
[ রাজধানীতে অনাহারে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, প্রশ্নের মুখে কেজরিওয়াল সরকার ]
এই প্রেক্ষিতেই সরকারের তরফে রাকবর খানের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। এক নির্দল বিধায়ক তুলে দেন আরও তিন লক্ষ টাকা। তাতে রাকবরের পরিবারের সাহায্য নিশ্চিতই হবে। তবে অর্থের ক্ষতিপূরণে কি গণপিটুনিতে মৃত্যুর ক্ষতে প্রলেপ দেওয়া সম্ভব? গোটা দেশে যে হারে গণপ্রহারে মৃত্যু বাড়ছে আদৌ কি অর্থমূল্যে তার প্রতিকার সম্ভব! এ প্রশ্নই শেষপর্যন্ত থেকে যাচ্ছে।
Haryana: Independent MLA from Haryana’s Punahana Rahish Khan gives a cheque of Rs 3 lakh and Haryana government gives a cheque of Rs 5 lakh to the family of Rakbar Khan, victim in #AlwarLynching case pic.twitter.com/JDWuD0ZKdF
— ANI (@ANI) July 26, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.