সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক আধিকারিককে জুতোপেটা করছেন বিজেপি নেত্রী হয়ে ওঠা টিক-টক স্টার সোনালী ফোগাট। মুখ দিয়ে অনর্গল গালিগালাজ বেরচ্ছে। পাশে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে পুলিশ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই দৃশ্যের ভিডিও। যা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
ঘটনা হরিয়ানার হিসারের। এদিন বলসামান্ড মান্ডি পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেত্রী। সেখানেই ঘটে এই ঘটনা। দেখা যায়, হিসার মার্কেট কমিটির সচিব সুলতান সিংকে লাগাতার জুতো দিয়ে মারছেন সোনালী। কখনও বিজেপি নেত্রীর চপ্পল গিয়ে লাগছে সচিবের মুখে তো কখনও পেটে। সেই সঙ্গে গালিগালাজ। মাঝে একবার বলে উঠলেন, “কোন সাহসে আমাকে কুকথা বলো?” হাত দিয়ে কোনওক্রমে নিজের মুখ ঢাকার চেষ্টা করছেন সুলতান সিং। ভিডিওর শেষে পুলিশের দিকে তাকিয়ে সোনালী ফোগাটকে বলতে শোনা যায়, “এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন।” কিন্তু কেন নিজের মেজাজ হারালেন নেত্রী? কেন প্রকাশ্যেই নিজের পায়ের চপ্পল খুলে মারধর করতে শুরু করলেন একজনকে?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনালী জানান, বলসামান্ড মান্ডিতে ঢুকতেই মার্কেট কমিটির সচিব তাঁকে অসম্মানজনক কথা বার্তা বলেন। তাঁর মতো সুন্দরী মহিলারা ঘুরলে নাকি বাকিদের কাজে ব্যাঘাত ঘটবে। এই মন্তব্যেই বেজায় চটেন তিনি। “সচিব সুলতান সিং এবং কয়েকজন কৃষককে নিয়ে আমি এখানকার কাজকর্ম ঠিকঠাক চলছে কি না, দেখতে এসেছিলাম। তখনই সুলতান আমায় বলে, আমি একজন সুন্দরী মহিলা, কৃষকদের জন্য মান্ডিতে আমার এভাবে ঘোরাফেরা করাটা ঠিক হচ্ছে না। নিজেকে আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ওর বলা কথাগুলো কানে বাজছিল। সেই জন্যই মারধর করি। পরে আমার থেকে নিঃস্বার্থ ক্ষমাও চেয়ে নেয়। কিন্তু আমি পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি।” বলেন সোনালী।
खट्टर सरकार के नेताओं के घटिया कारनामे!
मार्किट कमेटी सचिव को जानवरों की तरह पीट रही हैं आदमपुर, हिसार की भाजपा नेत्री।
क्या सरकारी नौकरी करना अब अपराध है?
क्या खट्टर साहेब कार्यवाही करेंगे?
क्या मीडिया अब भी चुप रहेगा? pic.twitter.com/2K1aHbFo5l— Randeep Singh Surjewala (@rssurjewala) June 5, 2020
হিসারের ডেপুটি কমিশনার যোগিন্দর শর্মা জানান, বিজেপি নেত্রীর তরফে ইতিমধ্যেই তাঁরা অভিযোগ পেয়েছেন। পালটা অভিযোগ জানিয়েছেন সুলতান সিংও। তাঁর দাবি, কাজ শুরু হতে খানিকটা দেরি হবে বলাতেই নাকি রেগে যান সোনালী। এমনকী নির্বাচনের সময় সাহায্য না করার জন্যও তাঁকে কটাক্ষ করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। গোটা বিষয়টির নিন্দা করে হরিয়ানা রাজ্য বিজেপি। সুভাষ বারালা জানান, সোনালী ফোগাটের সঙ্গে কথা বলবেন তাঁরা। ঘটনা সামনে আসতেই সুর চড়ায় কংগ্রেস। প্রশ্ন তোলা হয়, মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কি আদৌ কোনও ব্যবস্থা নেবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.