Advertisement
Advertisement

Breaking News

Haryana

গণধর্ষণে অভিযুক্ত হরিয়ানার বিজেপি সভাপতি! এফআইআরে নাম গায়ক রকি মিত্তলেরও

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা।

Haryana BJP chief Mohan Lal Badoli booked for assault in Himachal
Published by: Biswadip Dey
  • Posted:January 14, 2025 7:37 pm
  • Updated:January 14, 2025 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাদোলি এবং গায়ক রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে হিমাচল প্রদেশের পুলিশ দায়ের করল এফআইআর। নয়াদিল্লির এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ লিপিবদ্ধ হল। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা। 

অভিযোগ, ২০২৩ সালের ৩ জুলাই কসৌলিতে হিমাচলপ্রদেশের এক হোটেলে ধর্ষণ করা হয় এক মহিলাকে। নির্যাতিতার দাবি, তাঁর সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। সেই সময়ই একজন নিজেকে মোহনলাল বাদোলি এবং অন্যজন রকি মিত্তল বলে পরিচয় দেন। ওই মহিলা এবং আরও একজনকে হোটেলে নিজেদের ঘরে তাঁরা ডেকে পাঠান আলাপচারিতার জন্য।

Advertisement

অভিযোগকারিণীর দাবি, ”আমাকে ছবির নায়িকা হওয়ার টোপ দেওয়া হয়েছিল। এমনকী হরিয়ানার বিজেপি সভাপতি সরকারি চাকরিরও প্রতিশ্রুতি দেন। এরপরই তাঁরা আমাকে অ্যালকোহল অফার করেন। কিন্তু আমি খাইনি। কিন্তু এবার ওঁরা জোর করে আমাদের মদ খেতে বাধ্য করেন। তারপর শুরু হয় নির্যাতন। আমি বাধা দিলে হুমকি দেওয়া হতে থাকে। ওই দুজন মিলে আমাকে ধর্ষণ করেন। আমার নগ্ন ছবি তোলা হয়। একটি ভিডিও-ও তোলা হয়েছে। এরপর শাসিয়ে বলা হয়, মুখ খুললে গায়েব করে দেওয়া হবে।”

সমস্ত অভিযোগ স্বীকার করেছেন মোহনলাল বাদোলি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এমন কিছু হয়নি। আমি তো বুঝতেই পারছি না। এই সব এফআইআর ভুয়ো। সামনেই দিল্লির নির্বাচন। সেদিকে তাকিয়েই এই ধরনের ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে।” শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement