Advertisement
Advertisement
Harsimrat Kaur Badal

কৃষকস্বার্থে আঘাত, কৃষিবিলের বিরোধিতায় মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা হরসিমরত কৌর বাদলের

মোদি মন্ত্রিসভায় এনডিএ'র বহু পুরনো জোটসঙ্গী অকালি দলের একজনই সদস্য ছিলেন।

Harsimrat Kaur Badal resigns from Modi Cabinet opposing new agricultural bill| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 17, 2020 9:17 pm
  • Updated:September 17, 2020 10:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া কৃষিবিলের প্রতিবাদে মন্ত্রিত্ব ছাড়লেন NDA’র সবচেয়ে পুরনো জোটসঙ্গী পাঞ্জাবের শিরোমনি অকালি দলের (SAD) একমাত্র সদস্য হরসিমরত কৌর বাদল। বৃহস্পতিবার তিনি সংসদে ইস্তফার কথা জানিয়েছেন। নয়া কৃষিবিল কৃষক স্বার্থ বিরোধী, এই অভিযোগে সরব পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের পাশে দাঁড়িয়ে SAD সাংসদ তথা কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিলের তিনটি সংশোধনীই  কৃষকদের স্বার্থরক্ষায় এবং সুরক্ষা বৃদ্ধির জন্য করা হয়েছে বলে দাবি ছিল সরকারের। ‘দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল’, ‘দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল’ এবং ‘দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল’ – এই তিনটি বিল পাশ হলে কৃষকদের অনেকটাই সুবিধা হবে বলে একাধিকবার দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিলও পাশ হয়ে যায়।

কিন্তু লোকসভা অধিবেশন শুরুর আগেই পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা প্রস্তাবিত বিলে পুঁজিপতিদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক ক্ষোভ দেখান। এই পরিস্থিতিতে পাঞ্জাবের শিরোমনি অকালি দলকে NDA’র জোটসঙ্গী হয়েও নিজেদের অবস্থান বদল করতে হয়। দাঁড়াতে হয় নিজের রাজ্যের কৃষকদের পাশে। আর সেই জায়গা থেকেই বাদল পরিবারের পুত্রবধূ, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌরের (Harsimrat Kaur Badal) পদত্যাগের সিদ্ধান্ত। 

[আরও পড়ুন: ফের পুলওয়ামার মতো হামলার ছক!‌ জম্মু-কাশ্মীর হাইওয়ে থেকে উদ্ধার ৫২ কেজি বিস্ফোরক]

এদিন তাঁর পদত্যাগের কথা জানিয়ে SAD নেতা সুখবীর সিং বাদল জানিয়েছেন যে হরসিমরত কৌর বাদল মোদির দ্বিতীয় মন্ত্রিসভা (Modi Cabinet)থেকে বেরিয়ে গেলেও অকালি দল সরকারকে সমর্থন করবে। একইসঙ্গে নতুন কৃষিবিলের বিরোধিতাও করবে। এদিকে, নয়া কৃষিবিল নিয়ে কৃষকদের ক্ষোভকে কাজে লাগিয়ে আসরে নেমে পড়েছে কংগ্রেসও। হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যের কৃষক বিদ্রোহকে কাজে লাগিয়ে নতুন করে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে রাহুল ব্রিগেড। ফলে এ নিয়ে রাজনীতির পারদ চড়ছে।

[আরও পড়ুন: আগামী বছরের গোড়াতেই আসছে করোনার ভ্যাকসিন, আশার কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement