ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন বজায় রাখতে যাওয়ার করুণ পরিণতি। রেললাইনে বসে আইনভঙ্গকারী মানুষদের সতর্ক করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন হরিয়ানার পুলিশ আধিকারিক! অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
বাড়ির প্রবীণদের মাঝে মধ্যেই বলতে শোনা যায়, এখন আর ভাল কথার দিন নেই। সেই আপ্তবাক্যটাই যেন ফলে গেল পাঞ্জাবে হিসারের উকলানায়। জানা যায়, সোমবার রাতে রেললাইনে বসে গল্প করা কয়েকজন ব্যক্তিকে সতর্ক করতে গিয়েছিলেন হিসারের আরপিএফের এক এএসআই। লকডাউনের আবহে এভাবে বসে থাকা যায় না। এতে নিয়মভঙ্গ করা হচ্ছে এটাই ছিল পুলিশ আধিকারিকের বক্তব্য। কিন্তু কে শোনে কার কথা! সতর্কতার বাণী তোলা থাকল শিকেয়। পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তিরা। এরপরেই পুলিশের উপরে হামলা চালায় অভিযুক্তরা। গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পুলিশ আধিকারিকের দেহ পরে থাকতে দেখা যায় রেল স্টেশনের কাছে। আরপিএফ (RPF) গিয়ে তাঁর দেহ উদ্ধার করে নিকটবর্তী পুলিশ স্টেশনে খবর দেয়। ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
লকডাউনের নিয়ম বহাল করতে দিয়ে পাঞ্জাবে এর আগেও পুলিশের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সহকর্মীদের সঙ্গে আইনভঙ্গকারীদের ধরতে গিয়েছিলেন পাঞ্জাব পুলিশের অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর (ASI) হরজিৎ সিং। এর জেরে তাঁর হাত কেটে নেয় নিহাঙ্গ সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি। পরে চিকিৎসকদের হাতযশে অস্ত্রোপচার করে জোড়া লাগে সেই ,হাত।
প্রধানমন্ত্রী ও প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বারণ সত্ত্বেও বারবার আক্রান্ত হচ্ছেন প্রথম সারিতে থেকে করোনা যুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া পুলিশকর্মীরা। বাড়ি, পরিজনদের ছেড়ে শুধুমাত্র দেশের ও দশের স্বার্থে এই মানুষগুলো দিন-রাত এক করছেন। আবার কিছু মানুষের রোষাণলের শিকারও হচ্ছেন তাঁরাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.