সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলভূষণ যাদব মামলা মনে আছে? তাঁর প্রত্যাবর্তন মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতে যিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, সেই হরিশ সালভে (Harish Salve) এবার আদানিদের পাশে। ভারতের মধ্যবিত্ত বিনিয়োগকারীদের টাকা মারার অভিযোগে হিন্ডেনবার্গ রিপোর্টকেই কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান আইনজীবী। তিনি বলছেন, হিন্ডেনবার্গ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই রিপোর্ট প্রকাশ করেছে। তাঁদের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত।
বর্ষীয়ান আইনজীবী বলছেন, “এই মামলায় আরও একটা দিক আছে। হিন্ডেনবার্গও ধোঁয়া তুলসীপাতা নয়। ওরা ঠিক সময় বুঝে এই রিপোর্ট তৈরি করেছে, প্রকাশ করেছে। সবটটাই উদ্দেশ্যপ্রণোদিত।” সালভে বলছেন,”সুপ্রিম কোর্টের (Supreme Court) গড়া কমিটিকে আমার পরামর্শ যারা যারা মধ্যবিত্ত বিনিয়োগকারীদের টাকা হারানোর পিছনে দায়ী তাদের সবার বিরুদ্ধে তদন্ত হোক।” সালভে বলছেন, এটাকে বাজার প্রভাবিত করার চেষ্টা হিসাবে দেখা উচিত। এদের নিষিদ্ধ করা হোক। এই ধরনের রিপোর্টগুলি যদি সংস্থাগুলিকে আক্রণ শুরু করে তাহলে সেবির চুপচাপ বসে থাকা উচিত নয়।
উল্লেখ্য, আদানি (Gautam Adani) ইস্যুতে কোনওরকম বেনিয়ম হয়েছে কিনা, আদানিরা স্টক মার্কেটকে কোনওভাবে প্রভাবিত করেছেন কিনা, হিন্ডেনবার্গের (Hindenberg Report) রিপোর্টের সারবত্তা কতটা, সবটা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় মনোহর সাপ্রে। বাকি সদস্যরা হলেন, ও পি ভাট, বিচারপতি জে পি দেবধর, কে ভি কামাট, নন্দন নিলেকানি এবং সোমশেখর সুন্দরেশন।
সুপ্রিম কোর্টের সেই বিশেষজ্ঞ কমিটির কাছে সালভের অনুরোধ হিন্ডেনবার্গের রিপোর্টের উদ্দেশ্য খতিয়ে দেখা হোক। কারণ সেটা একটি সংস্থার মূল কাঠামোয় আঘাত করেছে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষিত হওয়া উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.