Advertisement
Advertisement
গৌতম গম্ভীর

আপ প্রার্থীকে কুমন্তব্য ইস্যুতে গম্ভীরের পাশে দাঁড়ালেন হরভজন

অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করছেন বিজেপি প্রার্থী৷

Harbhajan Singh backs Gautam Gambhir on Atishi row
Published by: Tanujit Das
  • Posted:May 10, 2019 5:41 pm
  • Updated:May 10, 2019 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রতিপক্ষ অতিসী মারলেনাকে নিয়ে কুরুচিকর লিফলেট বিলি করার গুরুতর অভিযোগ এনেছে আপ৷ যাকে কেন্দ্র করে তপ্ত রাজধানীর রাজনৈতিক পরিবেশ৷ এবার সেই ইস্যুতে পুরনো সতীর্থর পাশে দাঁড়ালেন ভারতীয় দলের স্পিনার হরভজন সিং৷ গম্ভীরের সমর্থনে টুইটারে ভাজ্জি জানালেন, কোনও মহিলা সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করতেই পারেন না গম্ভীর৷

[ আরও পড়ুন: অযোধ্যা বিবাদে মধ্যস্থতার সময় বাড়াল সুপ্রিম কোর্ট ]

Advertisement

বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবারই টুইটারে গম্ভীরের পাশে থাকার বার্তা দেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের এই অফ স্পিনার৷ তিনি লেখেন, ‘‘গৌতম গম্ভীরকে ঘিরে গতকাল যে ঘটনা ঘটেছে, তা দেখার পর আমি হতবাক হয়ে গিয়েছি৷ আমি ওকে ভাল করে চিনি৷ কোনও মহিলা সম্পর্কে ও এমন মন্তব্য করতেই পারে না৷ ও জিতবে কি হারবে সেটা পরের ব্যাপার৷ কিন্তু ওই মানুষটি এসবের অনেক ঊর্ধ্বে৷’’ তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ ইতিমধ্যে অস্বীকার করেছেন পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী৷ বিষয়টির প্রতিবাদ করে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানিরও মামলা দায়ের করছেন বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ অতিসী মারলেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌতম গম্ভীর বলেন, ‘‘আমারও দুটো কন্যাসন্তান রয়েছে৷ আমি মহিলাদের সবসময় সম্মান করি৷ কীভাবে একজন এতটা নিচে নামতে পারেন, তা আমার ভাবনারও বাইরে৷ আমি এনাকে (কেজরিওয়াল) আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবে লজ্জাবোধ করছি৷ আগে জানলে আমি দিল্লি ছেড়ে অন্যত্র চলে যেতাম৷’’ 

[ আরও পড়ুন: ছুটি কাটাতে রণতরী ব্যবহার করেননি রাজীব গান্ধী, দাবি প্রাক্তন নৌসেনা প্রধানের ]

সদ্যই রাজনীতিতে প্রবেশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷ তাঁকে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি৷ এরপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই ওপেনার। তাঁর মূল প্রতিপক্ষ আম আদমি পার্টির মহিলা প্রার্থী অতসী মারলেনা৷ বৃহস্পতিবার আপের তরফে গম্ভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়৷ বলা হয়, অতসী সম্পর্কে কুরুচিকর মন্তব্য লেখা লিফলেট নিজের লোকসভা কেন্দ্রে বিলি করাচ্ছেন তিনি। সেই লিফলেটে অতসীকে নাকি ‘মিক্সড ব্রিড’ ও ‘গরুর মাংস খাওয়া বেশ্যা’ বলে কটাক্ষ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি তথা জাতীয় রাজনীতি৷ ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি ও গম্ভীর৷ এমনকী গোতি বলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement