Advertisement
Advertisement

Breaking News

বাবা হলেন হরভজন

হরভজনের মা অবতার জানিয়েছেন, নবজাতিকা এবং মা দুজনেই সুস্থ আছেন।

Harbhajan Singh and Geeta Basra Have Become Proud Parents With A Baby Girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 8:53 pm
  • Updated:July 28, 2016 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর ছিল, জুলাইতেই সন্তানের মুখ দেখবেন গীতা বসরা আর হরভজন সিং। সেই মতো চলছিল প্রতীক্ষার পালা। অবশেষে হরভজনের মা অবতার কৌরের কাছ থেকে জানা গেল পাকা খবর- বাবা হয়েছেন হরভজন। বুধবার লন্ডন হাসপাতালে একটি কন্যাসন্তান প্রসব করেছেন গীতা।
গত বছরের অক্টোবরে বেশ জাঁকজমকের মধ্যে দিয়েই বিয়ে সারেন গীতা আর হরভজন। শুরু হয় তাঁদের দাম্পত্যজীবন। তার মাসকয়েক পরেই আইপিএল খেলা চলাকালীন গীতার গর্ভাবস্থার খবর ছড়িয়ে পড়ে। সবাই সন্দেহ করতে থাকেন, অন্তঃসত্ত্বা বলেই পার্টিতেও খুব ঢিলেঢালা পোশাক এবং স্পোর্টস শু পরে এসেছেন গীতা।
এর কিছু দিন পরে সন্তান সম্ভাবনার কথা স্বীকার করে নেন দম্পতি। গীতা চলে যান লন্ডনে মায়ের কাছে। সেখানেই তিনি সন্তানের জন্ম দিয়েছেন।
হরভজনের মা অবতার জানিয়েছেন, নবজাতিকা এবং মা দুজনেই সুস্থ আছেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement