সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ফিরে আসার পরেও শান্তি ফেরেনি উপত্যকায়৷ টানা তিনদিন ধরে দফায় দফায় সেনা ও জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু কাশ্মীরের হান্দওয়ারার বাবাগুন্ডে৷ রবিবার সকালেও জারি এনকাউন্টার৷ এখনও পর্যন্ত এই ঘটনায় শহিদ হয়েছেন সিআরপিএফ এবং পুলিশ-সহ মোট চারজন৷ খতম দুই লস্কর জঙ্গি৷
গত ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে রক্তাক্ত হয়ে ওঠে পুলওয়ামা৷ সিআরপিএফ কনভয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা৷ শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ এই ঘটনার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানকে প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ-২০০০ বোমারু বিমানের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের বালাকোটের জইশ, লস্কর এবং হিজবুল জঙ্গি ঘাঁটি৷ ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে তার পরেরদিন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে করতে সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান৷ যার পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ পাক সেনার হাতে বন্দি হন তিনি৷ নানা টানাপোড়েনের পর শুক্রবার রাতে ভারতের হাতে তুলে দেওয়া হয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে৷ শান্তিরক্ষার জন্য ভারতের বীরপুত্রকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত বলেই জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ মুখে শান্তির বার্তা দিলেও, সংঘর্ষবিরতি লঙ্ঘন জারি রেখেছে পাকিস্তান৷
অভিনন্দন দেশে ফেরার আগেই শুক্রবার সন্ধে থেকে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷ ওইদিন থেকে হান্দওয়ারার বাবাগুন্ডে শুরু হয় গুলির লড়াই৷ জনবসতি এলাকা লক্ষ্য করে ক্রমাগত গুলি ও মর্টার ছুঁড়ছে পাকিস্তানের সেনাবাহিনী। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। রবিবার পর্যন্ত একটানা তিনদিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷ এখনও পর্যন্ত সিআরপিএফ জওয়ান এবং পুলিশকর্মী-সহ মোট চারজন শহিদ হয়েছেন৷ নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকে৷ তারা লস্কর-ই-তৈবার সদস্য বলেই জানা গিয়েছে৷
The encounter between terrorists and security forces in Babagund, Handwara area enters third day. Two CRPF personnel and two Jammu and Kashmir police personnel have lost their lives so far. Operation underway. pic.twitter.com/D5rIaSC2Tw
— ANI (@ANI) March 3, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.