সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কোয়ারেন্টাইন সেন্টারে অত্যাবশকীয় পণ্যের জোগান নেই। তো কোথাও আবার সামাজিক দূরত্ব মানার পাট বালাই নেই। এমনকী, কোয়ারেন্টাইন সেন্টারে রাখা করোনা সন্দেহভাজনদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে না বলেও অভিযোগ। যোগী প্রশাসনের আগ্রার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারগুলির ছবি দেখে চক্ষু চড়কগাছ দেশবাসীর। যদিও এই ছবিগুলি সামনে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক প্রভু এন সিং।
উত্তরপ্রদেশে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সেই রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আগ্রার। দেশের জনপ্রিয় পর্যটনস্থল আগ্রায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অথচ সেখানকার অব্যবস্থার ছবি বারবার সামনে আসছে। কখনও রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন করোনা আক্রান্ত রোগীরা। আবার কখনও কোয়ারেন্টাইন সেন্টারের ভিতরকার পরিস্থিতির ভিডিও ভাইরাল হয়েছে। মজার বিষয় হল, আগ্রার ‘কনটেইনমেন্ট’ মডেলের প্রশংসা করেছে কেন্দ্র সরকার।
সোস্যাল মিডিয়ায় দুটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রথম ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রোটেক্টিভ গিয়ার পরা এক ব্যক্তি দরজার বাইরে থেকে বিস্কুটের প্যাকেট দিচ্ছেন। আর সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে গেটের ভিতরে জড়ো হয়েছেন কোয়ারেন্টাইনে থাকা অনেকেই। তাঁরা দরজার ওপার থেকে হাত বাড়িয়ে সেই বিস্কুট সংগ্রহ করছেন। এমনকী, দরজার বাইরে মিনারেল ওয়াটারের বোতল রেখে যাওয়া হচ্ছে। সেগুলি সংগ্রহ করতে একইভাবে ভিড় জমাচ্ছেন কোয়ারেন্টাইন থাকা অনেকে। ভাইরাল হওয়া আরও একটি ভিডিওতে এক মহিলাকে অভিযোগ করতে শোনা গিয়েছে। তিনি বলছেন, “কোয়ারেন্টাইন সেন্টারে থাকা সকলের নির্দিষ্ট সময় অন্তর শারীরিক পরীক্ষা করার কথা ছিল। কিন্তু আদপে তা হচ্ছে না। খাবার, জলের ন্যূনতম ব্যবস্থা করা হচ্ছে না।” ভিডিওতে দেখা গিয়েছে, গেটের বাইরে একটি টেবিলের উপর চা, বিস্কুট রাখা থাকছে। তা নিতেও হুড়োহুড়ি পড়ে যাচ্ছে।
ঘটনাপ্রসঙ্গে আগ্রার জেলাশাসক প্রভু এন সিং বলেন, “আমি ওই এলাকাগুলিতে গিয়েছিলাম। পরিস্থিতি খতিয়ে দেখে এসেছি। আধিকারিকদের গোটা বিষয় নজর রাখতে বলেছি। যা যা অভিযোগ রয়েছে সেগুলিও মিটিয়ে ফেলতে নির্দেশ দিয়েছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.