সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুয়ারে নির্বাচন! শনিবার ঘরে বসেই ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং (Dr Manmohan Singh), প্রাক্তন উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি (Mohammad Hamid Ansari) এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুরলি মনোহর যোশী (Dr Murli Manohar Joshi )। অভিনব পন্থায় তিন বর্ষীয়ান রাষ্ট্রনেতার ভোটদানের কথা টুইট করে জানাল নির্বাচন কমিশন (Election Commission)।
চলতি লোকসভা নির্বাচনে প্রবীণ নাগরিকদের জন্য ভোটদানের বিশেষ সুযোগ করে দিয়েছে কমিশন। যাকে বলা হচ্ছে ‘ভোট ফ্রম হোম’। যা আদতে দুয়ারে নির্বাচন। নিয়ম অনুয়ায়ী, এবার ঘরে বসেই ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন ৮৫ ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা। সেই নিয়মেই শনিবার ভোট দিলেন ৯১ বছরের মনমোহন সিং, ৮৭ বছরের হামিদ আনসারি এবং ৯০ বছরের মুরলি মনোহর যোশী।
দিল্লিতে ভোট রয়েছে আগামী ২৫ মে। তার আগেই রাজধানীতে নিজেদের বাসভবনে বসে ভোটদান করলেন তিন প্রবীণ রাষ্ট্রনেতা। উল্লেখ্য, মনমোহন সিং ১৯৮২-‘৮৫ সাল অবধি ছিলেন আরবিআইয়ের গভর্নর। ১৯৯১-‘৯৬ অবধি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৪-‘১৪ অবধি ছিলেন দেশের ১৩তম প্রধানমন্ত্রী। হামিদ আনসারি বিভিন্ন সময় দেশের প্রতিনিধি ছিলেন আরব আমিরশাহী এবং আমেরিকায়। ২০০৭-‘১৭ অবধি ছিলেন ভারেতর উপরাষ্ট্রপতি। মুরলি মনোহর যোশী ১৯৯৬ থেকে ২০০৪, এই সময়কালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে মানব উন্নয়ন মন্ত্রী। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.