Advertisement
Advertisement
The Kashmir Files

‘কাশ্মীর ফাইলস’ দেখে মুগ্ধ হিমন্ত, ছবি দেখতে ছুটি দিলেন অসমের সরকারি কর্মীদের

ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

Half-Day off for Assam Government Employees to watch
Published by: Kishore Ghosh
  • Posted:March 16, 2022 1:07 pm
  • Updated:March 16, 2022 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের নির্বিচারে নিধন এবং গণ বিতাড়নের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। মঙ্গলবারই এই সিনেমার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সকলকে এই ছবিটি দেখতে অনুরোধ করেন তিনি। মোদির ‘নির্দেশ’ পালনে এবার অসমের সরকারি কর্মচারীদের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সরকারি কর্মীদের ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি দেখতে চাইলেই এই ছুটি দেওয়া হবে।

‘কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি দেখে সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক বিজেপি (BJP) নেতা-মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছবিটির কর মকুব করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকার ঘোষণা করেছে, সে রাজ্যের পুলিশ কর্মীরা ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখতে চাইলেই সরকার বিশেষ ছুটি মঞ্জুর করবে।

Advertisement

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের মাঝেই উপনির্বাচন, পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল]

এর মধ্যে মঙ্গলবার ফের ছবিটির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের ঐতিহাসিক গুরুত্বের কারণে এই ছবি সকলের দেখা উচিত। এর পরেই সেই নির্দেশ পালনে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গতকাল নিজেও ছবিটি দেখেন তিনি। টুইট করে ছবির প্রশংসা করেন। ছবির পরিচালক বিবেকও পালটা টুইট করে ধন্যবাদ জানান হিমন্তকে। অন্য একটি টুইটে ‘কাশ্মীর ফাইলস’ দেখার জন্য অসমের সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করেন।   

[আরও পড়ুন: কৃষকদের আয় দ্বিগুণের প্রতিশ্রুতি কোথায় গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র]

টুইটে হিমন্ত লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অসমের সরকারি কর্মচারীরা ‘কাশ্মীর ফাইলস’ দেখতে চাইলে অর্ধ দিবস ছুটি পাবেন।” অসমের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, “এর জন্য লিখিত দিতে হবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেই হবে। ছবি দেখে পরের দিন টিকিট জমা দিতে হবে দপ্তরে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement