Advertisement
Advertisement
তিরুপতি

তিরুপতির বাসের টিকিটে হজ যাত্রার বিজ্ঞাপন, হায়দরাবাদ জুড়ে বিতর্ক তুঙ্গে

হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে জগন সরকারকে আক্রমণ বিজেপির৷

Haj Ads On Tirupati Bus Tickets, BJP Hits Out At Jagan Reddy
Published by: Tanujit Das
  • Posted:August 23, 2019 7:24 pm
  • Updated:August 23, 2019 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরুপতির বাসের টিকিটে হজ যাত্রা এবং জেরুজালেম ভ্রমণের বিজ্ঞাপন৷ আর এই বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক ছড়াল অন্ধ্রপ্রদেশে৷ ঘটনায় ইতিমধ্যে জগন মোহন রেড্ডির সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি৷ দায় স্বীকার করে তদন্তের নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন৷

[ আরও পড়ুন: জোটেনি কোনও ভাতা, ১৯ বছর ধরে শৌচালয়ই ঠিকানা বৃদ্ধার ]

Advertisement

জানা গিয়েছে, বুধবার ঘটনাটি প্রথম নজরে আসে কয়েকজন যাত্রীর, যাঁরা তিরুপতি থেকে মন্দির শহর তিরুমালার উদ্দেশ্যে যাত্রা করছিলেন৷ তাঁরা দেখেন, বাসের টিকিটের পিছনে রয়েছে হজ যাত্রা ও জেরুজালেম ভ্রমণের বিজ্ঞাপণ৷ তাও আবার অন্ধ্রপ্রদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনর জারি করা বিজ্ঞাপন৷ সঙ্গে সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়৷হট্টগোল শুরু হয় পুণ্যার্থীদের মধ্যে৷ খবর পৌঁছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে৷

এই খবর পেয়েই দায় স্বীকার করে অন্ধ্রপ্রদেশ সরকার৷ জানান হয়, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে৷ যদিও রাজ্যের মন্ত্রী ভেল্লাপাল্লা শ্রীনিবাস বলেন, ‘‘পূর্বতন টিডিপি সরকারের আমলে এই সমস্ত টিকিট ছাপানো হয়েছে৷ এছাড়া টিকিটগুলি নেল্লোর ও কাডাপা এলাকার জন্য প্রিন্ট করা হয়েছিল৷ কিন্তু তিরুপতিতে কীভাবে টিকিটগুলি এলো, তা তদন্ত করে দেখা হবে৷’’ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন তিনি৷ জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি শান্ত রাখতে সদাপ্রস্তুত সরকার৷

[ আরও পড়ুন: নাশকতার ছক! শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে ঢুকেছে ৬ লস্কর জঙ্গি ]

ঘটনাকে কেন্দ্র করে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে একহাত নিয়েছে বিজেপি৷ হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্যই মুখ্যমন্ত্রী এই কাজ করিয়েছেন বলে গেরুয়া শিবিরের অভিযোগ৷ জগনকে তুলোধনা করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিং৷ চলতি সপ্তাহের আগেও হিন্দুত্ব ইস্যুতে সমালোচনার মুখে পড়েছিলেন জগন মোহন রেড্ডি৷ মার্কিন সফরে থাকাকালীন একটি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করতে চাওয়ায়, হিন্দু ধর্মের প্রতি তাঁর বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement