সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলার আদলে ভারতে বড়সড় জঙ্গি হামলার ছক কষছে লস্কর-ই-তৈবা৷ ভারতীয় সেনাবাহিনী ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, তারই বদলা নিতে এই হামলা হতে পারে৷ কিন্তু এখন ভারত-পাক সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে, বিকল্প পথে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে হাফিজ সইদের নেতৃত্বাধীন লস্কর জঙ্গিরা৷
কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, লস্কর নেতা হাফিজের অনুগামীরা জম্মুর নদীপথ পেরিয়ে দেশে ঢোকার চেষ্টা করতে পারে৷ তাওয়াই নদীপথে জঙ্গিরা এ দেশে ঢুকতে পারে বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সূত্রের খবর, এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজ ঘনিষ্ঠ আবু ইরফান টান্ডেওয়ালাকে৷ এই অপারেশন চালাতে আট-নয় জন জঙ্গিদের একটি দলকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ গোয়েন্দা সূত্রে খবর, এই জঙ্গিদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পাক রেঞ্জার্স৷ এমনকী, পাক রেঞ্জার্স অস্ত্রশস্ত্র-সহ প্রযুক্তিগতভাবে সাহায্য করছে জঙ্গিদের৷
জঙ্গিদের টেলিফোনে গোপনে আড়ি পেতে এই অভিযানের খবর পেয়েছেন গোয়েন্দারা৷ সঙ্গে সঙ্গে সেই খবর জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফকে এ বিষয়ে সতর্ক করেছে৷ কেন্দ্রের নির্দেশ মোতাবেক বিএসএফ একাধিক সংবেদনশীল চেক পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে৷ সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে বিএসএফ-সহ অন্যান্য কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা অন্তত ১৫ বার পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখেছে৷
কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মাথাব্যথা বাড়িয়েছে অন্য একটি কারণ৷ ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে বয়ে যায় এমন অন্তত তিনটি নদী ও ১১টি শাখানদী রয়েছে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানা বরাবর৷ প্রত্যেকটি নদীর ধারে বাড়তি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করাটাই এখন ভারতীয় সেনাবাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ৷ মুম্বই হামলার সময় সমুদ্রপথ পেরিয়ে জঙ্গিরা দেশে ঢুকেছিল৷ এবার যেন জঙ্গিরা সেই সুযোগ না পায় সে কারণে কোস্টগার্ডকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ নিয়মিত চলছে পেট্রোলিংও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.