সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) ফের বৈজ্ঞানিক সমীক্ষা স্থগিত করল আদালত। বৃহস্পতিবার শুনানির পরে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court) জানায়, আগামী ৩ আগস্ট পর্যন্ত মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা করা যাবে না। মসজিদ চত্বরে সমীক্ষার কাজ আদৌ নিরাপদ কিনা তা নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ শুনানি চলে আদালতে। আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। আগামী ৩ আগস্ট এই মামলার রায় দেবে এলাহাবাদ হাই কোর্ট। প্রসঙ্গত, বারাণসীর জেলা আদালতে নির্দেশে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারপরেই এই কাজে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে মামলা দায়ের হয় এলাহাবাদ হাই কোর্টে।
সুপ্রিম কোর্টের নির্দেশেই এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করে জ্ঞানবাপী মসজিদের ম্যানেজিং কমিটি। মসজিদ কমিটির দাবি ছিল, বৈজ্ঞানিক সমীক্ষার জেরে ভেঙে পড়তে পারে জ্ঞানবাপী মসজিদ। এই দাবির বিরোধিতা করে হলফনামা দেন এএসআইয়ের ডিরেক্টর। তবে সেই হলফনামায় সন্তুষ্ট হয়নি আদালত। প্রাথমিকভাবে একদিনের জন্য স্থগিত করা হয় বৈজ্ঞানিক সমীক্ষা। মামলার শুনানি শেষে আদালত জানায়, রায়দান পর্যন্ত মসজিদ চত্বরে এএসআইয়ের কাজে স্থগিতাদেশ দেওয়া হল।
গত ২১ জুলাই বারাণসীর (Varanasi) জেলা আদালত জানিয়ে দেয়, মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’ বাদে বাকি অঞ্চলের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনে রায়দানের মাত্র দু’দিন পরেই শুরু হয় সমীক্ষার কাজ। কার্বন ডেটিংয়ের কাজ করতে এত তাড়াহুড়ো করার কী প্রয়োজন, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জ্ঞানবাপী মসজিদ কমিটি।
মসজিদ কমিটির দাবি, যদি জ্ঞানবাপী মসজিদ চত্বরে খননকার্য চলে তাহলে স্থাপত্য ভেঙে পড়তে পারে। যদিও পালটা দিয়ে হিন্দু পক্ষের আইনজীবী বলেন, একেবারে শেষ পর্যায়ে প্রয়োজন পড়লে তবেই খননকাজ হবে মসজিদে। এএসআইয়ের তরফেও বলা হয়, তাদের কাজের পদ্ধতির জেরে মসজিদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ এই প্রসঙ্গে শুনানি চলে এলাহাবাদ হাই কোর্টে। আগামী ৩ আগস্ট মামলার রায় দেবেন বিচারপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.