Advertisement
Advertisement

Breaking News

ভিন্ন ধর্মের এই জুটির প্রেমকাহিনি হার মানাবে সিনেমার গল্পকেও

কিন্তু বাদ সাধল সমাজ৷

Guy got 2nd rank in UPSC, falls in love with top ranked girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 7:48 pm
  • Updated:November 25, 2016 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রেম? না৷ কোনও বন্ধু মারফত আলাপ? তাও না৷ তাহলে কোনও অনুষ্ঠানে দেখা হয়েছিল নিশ্চয়! এমনটাও নয়৷ এটি এক্কেবারে অন্য লাভস্টোরি৷ আরও একটু স্পষ্ট করে বলতে হলে, সরকারি মঞ্চেই একে অপরের প্রেমে পড়লেন এই লাভবার্ডস৷

আন্দাজ করতে পারছেন না তো কীভাবে শুরু হল এই প্রেমকাহিনি? আচ্ছা, তাহলে খোলসা করেই বলা যাক৷ ইউপিএসসি পরীক্ষায় ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় হন আমির-উল-শাফি-খান৷ আর তাঁর থেকে শীর্ষস্থান কেড়ে নেন দিল্লির টিনা ডাবি৷ পরীক্ষার খাতায় তো হেরেই ছিলেন, সেই সঙ্গে নিজের মনও হারালেন আমির৷ আর তখনই ঠিক করে ফেললেন ব়্যাঙ্কিং সেরা টিনাকেই নিজের জীবনসঙ্গিনী বানাবেন তিনি৷

Advertisement

guy-loses-upsc-top-rank-to-this-brilliant-woman-so-he-decides-to-marry-her-instead3-1479886572

কিন্তু বাদ সাধল সমাজ৷ একদিকে দিল্লিতে টিনার দলিত পরিবার আর অন্য দিকে কাশ্মীরের আমিরের সংখ্যালঘু পরিবার৷ এমন দুই পরিবারের সন্তানরা একসঙ্গে লেখাপড়া করতে পারে৷ কিন্তু প্রেম বা বিয়ে? নৈব নৈব চ! সমাজ তা কিছুতেই মেনে নেবে না৷ তবে এসবকে তোয়াক্কা করছে না এই শিক্ষিত জুটি৷ তাঁদের চোখে, এটাই ‘পারফেক্ট জোড়ি৷’ তাই ‘কুছ পরওয়া নহি’ গোছের মনোভাব দেখিয়ে আপাতত চুটিয়ে প্রেম পর্ব চলছে তাঁদের৷ খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছেও রয়েছে টিনা ও আমিরের৷

সমাজের কাছে তাঁদের একটা ছোট্ট প্রশ্ন, সমাজ তো শিক্ষিত হচ্ছে৷ মানসিকতা হচ্ছে কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement