সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিকে রঙবেরঙের দেওয়াল৷ মেঝেতে ছড়ানো খেলার সামগ্রী৷ কোথাও আবার রাখা আঁকার খাতা, পেন্সিল, খাতা, রঙ৷ দেখলে মনে হবে কোনও আধুনিক প্লে স্কুল৷ কিন্তু এটি গুরগাঁওয়ের সেক্টর ৫১-র মহিলা পুলিশ স্টেশন৷ আর থানার এই রঙিন কামরা সাজিয়ে তোলা হয়েছে শুধুমাত্র শিশুদের জন্য৷ সেই সমস্ত শিশুদের জন্য৷ যারা কেউ অপরাধের শিকার, কেউ আবার সঠিক দিশার অভাবে বিপথে চলে গিয়েছে৷ আর কাউকে কিছু না করেও থানায় আসতে হচ্ছে বাবা-মার মাঝে চলা অশান্তির সাক্ষী হতে৷
Jio গ্রাহকদের দুঃসংবাদ শোনাল TRAI-এর নয়া রিপোর্ট
সমাজের এই বিষক্রিয়া যাতে কচি মনগুলিকে ছুঁতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা নিয়েছেন গুরগাঁওয়ের মহিলা পুলিশ কর্মীরা৷ নাম দেওয়া হয়েছে ‘ফুলওয়ারি’৷ বাইরে যতোই অশান্তি থাক ছোট্ট এই ঘরগুলির ভিতরে নিশ্চিন্তে থাকতে পারবে বাচ্চারা৷ যাদের পাহাড়া দেওয়ার জন্য ২৪ ঘণ্টা একজন মহিলা পুলিশকর্মী মোতায়েন থাকবে৷ যেই সমস্ত মহিলা পুলিশকর্মীরা ২৪ ঘণ্টা কাজ করে থাকেন৷ প্রয়োজনে তাঁরাও এখানে সন্তানদের রেখে নিশ্চিন্ত থাকতে পারবেন৷
পাহাড়ি আমেজে তাসি’র মোমোর সাহেবিয়ানা
আধুনিক সমাজে অপরাধের কোনও বয়স নেই৷ অপরাধীর কোনও বিবেক নেই৷ অশান্তির কোনও বিবেচনা নেই৷ সেখানে বয়স তো শিশুমাত্র৷ সমাজের এই বিষক্রিয়াগুলি যাতে শিশুমনকে প্রভাবিত না করতে পারে সেই জন্য এই পদক্ষেপ নিল গুরগাঁও পুলিশ৷ গুরগাঁওয়ের প্রায় ৪০০ জন মহিলা পুলিশকর্মী নিজেদের উদ্যোগে সাজিয়ে তুলেছেন ঘরের প্রতিটা জিনিস৷
শুধু প্রেমেই নয়, সুখ লুকিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেপূরণেও
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.