সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতে চলতে আচমকাই দিক বদলে ফেলেছিল অটোটি (Auto)। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল, অটো চালক গাড়ির যাত্রী তরুণীকে অপহরণ করেছেন। আর তাই বাড়ির পথে না নিয়ে গিয়ে যাচ্ছেন একদম অন্য দিকে। সেটা বুঝতে পেরেই ৩৫ থেকে ৪০ কিমি গতিবেগের সেই ছুটন্ত অটো থেকে লাফ দিলেন সেই তরুণী। এমনই ঘটনার সাক্ষী হল হরিয়ানার গুরুগ্রাম (Gurugram)। টুইটারে ওই তরুণী নিজেই জানিয়েছেন তাঁর নিদারুণ অভিজ্ঞতার কথা।
ঠিক কী জানিয়েছেন ওই তরুণী? ২৮ বছরের নিষ্ঠা তাঁর পোস্টে লিখেছেন, মঙ্গলবার তিনি ২২ নম্বর সেক্টর মার্কেট থেকে একটি অটোতে ওঠেন। ওই জায়গা থেকে তাঁর বাড়ি ৭ কিলোমিটার দূরে। বেলা সাড়ে ১২টা নাগাদ অটোয় উঠে তিনি চালককে জানিয়েছিলেন তিনি পেটিএম থেকে ভাড়া মেটাবেন। অটো চালক তাতে সম্মতও হয়ে যান।
কিন্তু কিছুক্ষণ চলার পরে হঠাৎই অটোটির যখন ডানদিকে বেঁকে যাওয়ার কথা, তখনই সেটি আচমকা বাঁদিকে বাঁক নেয়। পরিস্থিতি বেগতিক দেখে তরুণী চিৎকার করে জানতে চান অটো অন্য পথে যাচ্ছে কেন। তাঁর চিৎকার শুনে অটো চালক কোনও সাড়া দেননি। উলটে তিনি চেঁচিয়ে ঈশ্বরের নাম নিতে থাকেন। ওই তরুণী জোরে জোরে অটো চালকের ঘাড়ে আট থেকে দশবার ধাক্কা দিলেও কোনও উত্তর মেলেনি।
তরুণীর ভাষায়, ”আমার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। লাফ দিতে হবে। মনে হচ্ছিল বেপাত্তা হওয়ার থেকে হাড় ভাঙা ভাল। এবরই আমি অটো থেকে লাফ দিই। জানি না কী করে এত সাহস পেলাম।”
তবে শেষ পর্যন্ত কোনও গুরুতর চোট পাননি তিনি। কোনও মতে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। সেই সঙ্গে বারবার পিছন ফিরে তাকিয়ে দেখতে থাকেন অটো চালক এখনও তাঁর পিছু নিচ্ছেন কিনা। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। শিগগিরি অভিযুক্ত অটো চালককে খুঁজে বের করা সম্ভব বলেই আশাবাদী পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.