Advertisement
Advertisement

Breaking News

Rape

ডেটিং অ্যাপে আলাপ, হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণ ‘প্রেমিকের’

অভিযুক্তর বন্ধুও তরুণীকে নিগ্রহ করেছে বলেছে অভিযোগ।

Gurugram woman allegedly raped by man she met on dating app। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:July 26, 2023 9:44 am
  • Updated:July 26, 2023 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাপ ডেটিং অ্যাপে। ক্রমে সেই আলাপ গড়ায় প্রেমে। এরপরই হোটেলে দেখা করার প্রস্তাব। আর তারপরই সেখানে ধর্ষণের শিকার হতে হল এক তরুণীকে! এমনই চাঞ্চল্যকর এক অভিযোগ উঠল গুরুগ্রামে (Gurugram)।

ঠিক কী হয়েছিল? নির্যাতিতার অভিযোগের বয়ান থেকে জানা যাচ্ছে, একটি ডেটিং অ্যাপে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। ক্রমে তাঁরা ঘনিষ্ঠ হন। শেষপর্যন্ত একটি হোটেলে দেখা করেন দু’জনে। সেখানে অভিযুক্তর সঙ্গে এক বন্ধুও ছিলেন। তাঁরা ওই তরুণীকে খাবার খেতে দেন। সেই খাবার খেতেই নির্যাতিতা জ্ঞান হারান। এরপরই সেই সুযোগে তাঁকে ধর্ষণ করেন দুই অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: INDIA জোটকে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! মোদির মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

নির্যাতিতার কথায়, ”আমাকে ওরা ধর্ষণ (Rape) করে এবং ভিডিও তুলে রাখে। আমি জ্ঞান ফিরে পাওয়ার পর প্রতিবাদ করতেই আমাকে ভয় দেখানো হয় ভিডিওটি ভাইরাল করে দেওয়ার কথা বলে। এরপর আমি কোনওরকমে সেখান থেকে বাড়ি পৌঁছই। পরে পুলিশের কাছে যাই।” ইতিমধ্যেই পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

[আরও পড়ুন: সিরিয়ায় রুশ ফাইটার জেটের হামলা মার্কিন ড্রোনে! অভিযোগে মুখর আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement