Advertisement
Advertisement
Ram Rahim

প্যারোলে মুক্তি পেয়েই স্বমেজাজে ধর্ষক রাম রহিম! প্রকাশ করলেন নতুন গানের ভিডিও

ভক্তদের তিনি বলেছেন, তাঁর জেলযাত্রা আসলে এক আধ্যাত্মিক যাত্রা।

Gurmeet Ram Rahim now releases Punjabi video song। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 25, 2022 8:06 pm
  • Updated:October 26, 2022 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০ দিনের জন্য তাঁকে জেলমুক্ত করেছে হরিয়ানার বিজেপি (BJP) সরকার। আর প্যারোলে ছাড়া পেতেই বিতর্কিত ধর্মগুরু প্রকাশ করলেন নতুন গানের ভিডিও! পাশাপাশি তাঁর দিওয়ালি উদযাপনের ভিডিও-ও প্রকাশিত হয়েছে। ভক্তদের তিনি বলেছেন, তাঁর জেলযাত্রা আসলে এক আধ্যাত্মিক যাত্রা। শিগগিরি এই নিয়ে বইও লিখবেন তিনি। তিনি ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম (Gurmeet Ram Rahim Singh)। ফের খবরের শিরোনামে তিনি।

ভিডিওটি শেয়ার করা হয়েছে ইউটিউবে। জানা গিয়েছে, গানটির কথা, সুর, কণ্ঠ, ভিডিওটির পরিচালনা সবই করেছেন ধর্ষক ধর্মগুরু। গানটিকে দিওয়ালি স্পেশাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে রাম রহিমকে দেখা যাচ্ছে দিওয়ালি উদযাপন করতে।

Advertisement

[আরও পড়ুন: ৫০ শতাংশ নির্মাণকাজ শেষ, ২০২৪ লোকসভার আগেই খুলবে অযোধ্যার রাম মন্দির, জানাল ট্রাস্ট]

এর আগেও রাম রহিমের সৎসঙ্গের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল সংবাদমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, সাজাপ্রাপ্ত ধর্মগুরুর আশীর্বাদ নিচ্ছেন বিজেপি সাংসদ সঞ্জয় ভাটিয়া, করনাল পুরসভার মেয়র রেণুবালা গুপ্ত এবং ডেপুটি মেয়র নবীন কুমার। এর পর রাম রহিম ও নির্বাচনী রাজনীতির যোগ স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও হরিয়ানার বিজেপি সরকারের দাবি, রাম রহিমের মুক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই। সরকারের যুক্তি, আইন মোতাবেক জেলে তিন বছর কাটানোর পর বন্দির আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে। যদিও সেকথা মানতে নারাজ বিরোধীরা। এর মধ্যেই এবার মুক্তি পেল গানের ভিডিও।

প্রসঙ্গত, দু’টি ধর্ষণের ঘটনার অপরাধে কারাবাসের সাজা পেয়েছেন গুরমিত রাম রহিম। এছাড়াও তাঁর ম্যানেজারকে খুনের দায়েও সাজা পেয়েছেন তিনি। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।

[আরও পড়ুন: অমানবিক! রক্তাক্ত অবস্থায় ছটফট করছে কিশোরী, সাহায্য না করে ভিডিও তুলতে ব্যস্ত জনতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement