সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে, জন্ম দিচ্ছে অবসাদের, অন্যদিকে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই এক ব্যক্তির প্রাণ বাঁচাল৷ গুরগাঁওয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বরুণ মালিক মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন৷ ফেসবুকে সুইসাইড নোট পর্যন্ত লিখেছিলেন৷ কিন্তু ফেসবুকের দৌলতেই প্রাণে বাঁচলেন তিনি৷
ফেসবুকের ভারচুয়াল বন্ধুরা কখনও আপনও হন৷ আর তাই এই যাত্রায় প্রাণে বাঁচলেন ৩০ বছরের বরুণ মালিক৷ গুরগাঁওয়ে বাবার সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন বরুণ৷ কয়েক মাস আগে তাঁর মায়ের মৃত্যু হয়৷ আর তারপর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি৷ অবসাদের বশেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি, এমটাই জানিয়েছেন, গুরগাঁও পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হাওয়া সিং৷ আত্মহত্যা সংক্রান্ত বরুণের ফেসবুক স্টেটাসটি দেখেই তাঁর এক ফেসবুকের বন্ধু পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন৷ পুলিশকে বিস্তারিত ঘটনা জানালে, পুলিশ দ্রুত বরুণের ফ্ল্যাটে পৌঁছে তাঁকে উদ্ধার করে৷
সকাল সাড়ে ন’টার সময় যখন বরুণকে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়, তখন তিনি নিজের শিরা কেটে জ্ঞান হারিয়ে ফেলেছেন৷ দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পর চিকিৎসকরা জানান তিনি আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে উঠেছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.