Advertisement
Advertisement
Haryana

আমেরিকার ছায়া রোহতকে, কুস্তির আখড়ায় ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, মৃত ৫

পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা, ধারণা পুলিশের।

Gunmen open fire at Rohtak wrestling akhara, five killed | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:February 13, 2021 9:59 am
  • Updated:February 13, 2021 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো শত্রুতার জেরে কুস্তির আখাড়ায় ঢুকে এলোপাথাড়ি গুলি আততায়ীর। আর তাতে প্রাণ হারালেন দুই মহিলা-সহ পাঁচজন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছে এক শিশুও। শুক্রবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) রোহতকের (Rohtak) মেহার সিং আখড়ায় (Mehar Singh Akhada)। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে খবর।

 

Advertisement

জানা গিয়েছে, রোহতকের একটি বেসরকারি কলেজের পাশে অবস্থিত ওই আখড়াটি। ঘটনার সময় সেখানে অনেকেই ছিলেন। ওই সময় আচমকাই ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে এক ব্যক্তি। তাতেই মারা যান পাঁচজন। মৃতদের মধ্যে দুই মহিলার পরিচয় মিলেছে। তাঁদের নাম পূজা এবং সাক্ষী। এছাড়া প্রদীপ মল্লিক নামে এক ব্যক্তিও রয়েছেন। এর পাশাপাশি আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাতে রয়েছে এক শিশুও। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: সংসদে ‘শহিদ’ কৃষকদের জন্য নীরবতা পালনের সময় দাঁড়াননি বিজেপি সাংসদরা! তোপ রাহুলের]

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তের পর পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত শত্রুতা বা পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। তবে আততায়ীর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার পরই সে ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। আপাতত তার খোঁজে চলছে চিরুণী তল্লাশি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বন্দুকবাজের এভাবে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা সাধারণত মার্কিন মুলুকে দেখা যায়। তবে এবার সেই ঘটনাই চাক্ষুষ করল হরিয়ানা।

[আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-পাঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা, রিখটার স্কেলে মাত্রা ৬.১]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement