Advertisement
Advertisement

Breaking News

অবাক কাণ্ড! গোমাতার গুঁতোয় কুপোকাত বিজেপি সাংসদ

পাঁজরের দুটি হাড় ভেঙে গিয়েছে তাঁর৷

Gujrat: Cow attacks BJP MP Liladhar Vaghela
Published by: Sayani Sen
  • Posted:September 2, 2018 3:04 pm
  • Updated:September 2, 2018 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোমাতা নিয়ে একটু বেশিই চিন্তিত তারা৷ একাধিকবার বিজেপির বিরুদ্ধে উঠেছে গো-তোষণের অভিযোগ৷ গোমাতাকে রক্ষার তাগিদে বহুবার নানা মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন বিজেপি নেতামন্ত্রীরা৷ কিন্তু সেই গোমাতার কোপেই এবার বিপাকে পড়লেন এক বিজেপি সাংসদ৷

[আরও বিপাকে রবার্ট বঢরা, জমি কেলেঙ্কারিতে দায়ের নয়া অভিযোগ]

গুজরাটের গান্ধীনগরের বিজেপি সাংসদ লীলাধর বাঘেলা৷ আশির গণ্ডি পেরিয়ে গিয়েছেন বছর তিনেক আগেই৷ গান্ধীনগরের সেক্টর ২১-র বাসিন্দা বাঘেলা৷ এক সুন্দর সকালে বাইরে হাঁটতে বেড়িয়েছিলেন তিনি৷ সাংসদের সঙ্গে অনেকেই নিজেদের সমস্যা নিয়ে কথা বলতেও এগিয়ে আসেন৷ প্রত্যেকের কথাবার্তা শুনছিলেন সাংসদ৷ সমস্যা সমাধানে পালটা  আশ্বাসও দিচ্ছিলেন তিনি৷ ইতিমধ্যে একপাল গরু তাঁকে লক্ষ্য করে তেড়ে আসে৷ কোথায় যাবেন ভেবে পাননি তিনি৷ হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ গরুর পাল ধেয়ে আসে তাঁর আরও কাছে৷ গরুর পালের সামনে চলে আসেন ওই বিজেপি সাংসদ৷ কাছে আসতেই একটি গরু গুঁতিয়ে দেন লীলাধর বাঘেলাকে৷ গুঁতোনোর পরই নিজের খেয়ালে ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায় গরুটি৷ ততক্ষণে সাংসদ মশাই রাস্তায় শুয়ে কাঁতরাচ্ছেন৷ গরুর পালটি চলে যাওয়ায় মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান৷ বিজেপি সাংসদকে উদ্ধার করেন এলাকাবাসীরা৷

Advertisement

[সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত কাশ্মীর, শহিদ এক জওয়ান]

কিন্তু ততক্ষণে যন্ত্রণায় ছটফট করছেন লীলাধর বাঘেলা৷ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷  শুরু হয় চিকিৎসা৷ পরীক্ষানিরীক্ষা করে দেখা যায় পাঁজরের দুটি হাড় ভেঙে গিয়েছে তাঁর৷ মাথাতেও যথেষ্ট চোট পেয়েছেন ওই বিজেপি সাংসদ৷ তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে বলেই জানান চিকিৎসকেরা৷ আইসিইউ-তে আপাতত ভরতি রয়েছেন বিজেপি সাংসদ৷

[বন্যাবিধ্বস্ত হয়েও কেরলের সাহায্যে এক কোটি টাকা দান করল উপেক্ষিত নাগাল্যান্ড]

রাজনৈতিক মহলে যদিও লীলাধর ভাঘেলার এই দুর্ঘটনা নিয়ে আলোচনার অন্ত নেই৷ গোমাতা কি তবে বিজেপি সাংসদের প্রতি রুষ্ট হলেন, কানাঘুসো চলছে বিরোধী মহলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement