Advertisement
Advertisement

দিওয়ালির ‘বাম্পার’ উপহার, ৬০০ কর্মীকে গাড়ি দিলেন ‘বস’

প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার নেন তাঁরা৷

Gujrat bizman to gift employees car on Diwali
Published by: Sayani Sen
  • Posted:October 25, 2018 9:21 pm
  • Updated:October 25, 2018 9:21 pm  

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে ধামাকা হীরে ব্যবসায়ীর৷ মন্দার জেরে সুরাটে বিশ্বের বৃহত্তম হিরে কাটা ও পালিশ করার কেন্দ্রের ব্যবসায় সংকট চললেও কর্মীদের হতাশ করেননি সাবজি ঢোলাকিয়া৷ ৬০০জন সুদক্ষ কর্মীকে গাড়ি উপহার দিলেন শ্রীহরি কৃষ্ণ এক্সপোর্টসের চেয়ারম্যান এই ডায়মন্ড ব্যারন৷

[এয়ারসেল ম্যাক্সিস মামলায় অতিরিক্ত চার্জশিট ইডির, বিপাকে চিদম্বরম]

দীপাবলির উপহার নিয়ে ঢোলাকিয়া জানান, ‘‘২০১১ সাল থেকে এই লয়ালটি প্রোগ্রাম চালু করে শ্রীহরি কৃষ্ণ এক্সপোর্টস৷ ওই হীরে ব্যবসার লয়ালটি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন ১৫০০ জন কর্মী৷ তাঁদের মধ্যে থেকে ৬০০ জনকে গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাকি ৯০০ জন কর্মীকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট দেওয়া হবে৷ চলতি বছর কর্মীদের ৫০ কোটি টাকা ইনসেনটিভ দেওয়া হয়েছে বলে জানান ঢোলাকিয়া৷ তবে এই প্রথমবার নয়৷ এর আগে ২০১৪ সালে কর্মীদেরও দীপাবলিতে বিশেষ উপহার দেন ডায়মন্ড ব্যারন৷ ৫০০টি ফ্ল্যাট, ৫২৫টি হীরের গয়না উপহার দেন তিনি৷ 

Advertisement

[সাংসদদের বেতন বৃদ্ধির প্রতিবাদ, প্রধানমন্ত্রীর দপ্তরের রোষে বরুণ গান্ধী]

তবে এই প্রথমবারই শ্রীহরি কৃষ্ণ এক্সপোর্টসের চেয়ারম্যান সাবজি ঢোলাকিয়ার দেওয়া উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে নেন কর্মীরা৷ সেই উপহার নিতে ওই হীরে সংস্থার কর্মী কাজল সারোথিয়া-সহ আরও চারজন পাড়ি দেন দিল্লিতে৷ এই পাঁচ সদস্যের মধ্যে একজন শারীরিকভাবে অক্ষমও ছিলেন৷ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে পুরস্কার নেন৷ এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীহরি কৃষ্ণ এক্সপোর্টসের কর্মীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী৷ একে দীপাবলিতে গাড়ি উপহার তার উপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-  দুয়ে মিলে যথেষ্ট আনন্দিত কাজল সারোথিয়া৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে খুশি শ্রীহরি কৃষ্ণ এক্সপোর্টসের অন্যান্য কর্মীরাও৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement