Advertisement
Advertisement
Gujarat

এবার গুজরাট, ওষুধ সংস্থায় অভিযান চালিয়ে উদ্ধার ৫ হাজার কোটির মাদক

দিল্লি-সহ দেশের নানা প্রান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার কোটির মাদক উদ্ধার হয়েছে।

Gujarat: Police seized 518 kilograms of cocaine worth around Rs 5000 crore
Published by: Amit Kumar Das
  • Posted:October 15, 2024 11:58 am
  • Updated:October 15, 2024 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাতের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় অভিযান চালিয়ে ৫১৮ কিলোগ্রাম কোকেন উদ্ধার করল দিল্লি ও গুজরাত পুলিশ। ওই বিপুল পরিমাণ কোকেনের বাজারমূল‌্য পাঁচ হাজার কোটি। দিনকয়েক আগেই দিল্লির মাহিপালপুর গুদাম থেকে ৫৬২ কিলোগ্রাম উচ্চমানের কোকেন ও ৪০ কিলোগ্রাম ওজনের হাইড্রোপনিক মারিজুয়ানা বাজেয়াপ্ত করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল।

পুলিশের দাবি অনুযায়ী, গত কয়েকদিনে দেশের নানা প্রান্তে অভিযান চালিয়ে ১২৮৯ কেজির কোকেন উদ্ধার করা হয়েছে। যার দাম প্রায় ১৩ হাজার কোটি টাকা। বিশেষ সূত্রে খবর পেয়ে গত তিন মাস ধরে গুজরাটের ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার গুদামের উপর নজর রাখছিল গোয়েন্দারা। তাঁদের কাছে খবর ছিল, উৎসবের মরশুমে ও আসন্ন বড় বড় কনসার্টে ওই মাদক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে মাদক পাচারকারীরা। আর গোটা চক্রের মাথা গুজরাতের আঙ্কলেশ্বরের ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ওষুধের ব‌্যবসার আড়ালে এত বড় মাদক ব‌্যবসা চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই চমকে উঠেছে সাধারণ মানুষ। অভিযুক্ত ফার্মা সংস্থার মালিক ও কর্মীদের জেরা করছেন তদন্তকারীরা।

Advertisement

দক্ষিণ আমেরিকায় তৈরি হওয়া এই মাদক পানামা পোর্ট থেকে দুবাই হয়ে প্রথমে গোয়ায় এসে পৌঁছয় গত ১৫ সেপ্টেম্বর। তারপর গুজরাতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাটিতে পরিশ্রুত করা হয়। এরপর তা মাদক পাচারকারীদের কাছে বিক্রি করা হয়। এখনও পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে রয়েছে তুষার গোয়েল নামে দিল্লির এক ব‌্যবসায়ী। গ্রেপ্তার করা হয়েছে লন্ডনে বসবাসকারী তুষারের ব‌্যবসার অংশীদার বন্ধু যতীন্দর সিং গিল-সহ আরও দু’জনকেও। তারা মাদক সরবরাহ করত। পুলিশ জানিয়েছে, মাদক গুজরাতের গুদাম থেকে উত্তরপ্রদেশে প্রথম পাঠানো হত। সেখান থেকে যেত দিল্লিতে তুষারের কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement