Advertisement
Advertisement

এমবিএ ডিগ্রিধারী মন্ত্রী ব্ল্যাকবোর্ডে লিখলেন ভুল বানান

যুক্তি, পড়ুয়াদের যাচাই করতেই নাকি ইচ্ছে করে ব্ল্যাকবোর্ডে ভুল বানান লিখেছেন তিনি৷

Gujarat Minister, An MBA, Misspells Elephant, Says It Was Intentional
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 4:12 pm
  • Updated:June 18, 2016 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাচ্চাদের স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রীমশাই৷ আগ বাড়িয়ে তাঁদের দিতে গিয়েছিলেন একটু বানান জ্ঞান৷ এতেই ঘটল বিপত্তি৷ শিশুদের শেখাতে গিয়ে নিজেই মারাত্মক ভুলটি করে বসলেন৷ তিনি শঙ্কর চৌধুরি৷ গুজরাতের নগর, পরিবহণ ও স্বাস্থ্য মন্ত্রী৷ শিক্ষাগত যোগ্যতায় এমবিএ অর্থাৎ মাস্টার অফ বিজনেস আর্টস৷

 বাচ্চাদের বানান শিক্ষা দিতে লিখতে গিয়েছিলেন ‘ELEPHANT’, কিন্তু ব্ল্যাকবোর্ডে লিখে বসেন ‘ELEPHENT’৷ দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর৷ ভুলের কথা চাউর হতে সাফাই দিতে ভুল করেননি৷ তাঁর যুক্তি, পড়ুয়াদের যাচাই করতেই নাকি ইচ্ছে করে ব্ল্যাকবোর্ডে ভুল বানান লিখেছেন তিনি৷

Advertisement

প্রসঙ্গত, ২০১২ সালে শঙ্কর চৌধুরির এমবিএ ডিগ্রি নকল বলে অভিযোগ করেন এক সমাজকর্মী৷ বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়৷ তবে, কোনও প্রমাণ না মেলায় বেকসুর খালাস পেয়ে যান তিনি৷ তবে এই ঘটনা পুরনো চাপা পড়া প্রসঙ্গ ফের উস্কে দিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement